শিরোনাম

প্রচ্ছদ /   আইপিএলের থেকেও শক্তিশালী দল ঘোষণা করল রংপুর রাইডার্স

আইপিএলের থেকেও শক্তিশালী দল ঘোষণা করল রংপুর রাইডার্স

Avatar

শুক্রবার, ডিসেম্বর ২৮, ২০১৮

প্রিন্ট করুন

বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) আসন্ন আসর উপলক্ষে দারুণ দল সাজিয়েছে আসরের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। দলে নতুন করে যোগ দিয়েছেন জিম্বাবুইয়ান অলরাউন্ডার শন উইলিয়ামস এবং উইন্ডিজ পেসার শেলডন কট্রেল, বাদ গিয়েছেন ওশান থমাস।

দলে কিছুটা পরিবর্তন এসেছে তাঁদের। বৃহস্পতিবার দিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেদের অফিসিয়াল পেজে একটি ছবি পোষ্ট করে রংপুর।

যেখানে দেখা যায় বিপিএল ড্রাফটে দলে ভেড়ানো ওশান থমাস বিদেশী ক্রিকেটারদের তালিকায় নেই। তাঁর বদলে দেখা যায় শেলডন কট্রেলকে।

এছাড়া জিম্বাবুইয়ান অলরাউন্ডার শন উইলিয়ামসকেও দেখা যায় তালিকায়। এছাড়া ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স, অ্যালেক্স হেলস, রবি বোপারা, রাইলি রুশো ও বেনি হাওয়েলকেও দেখা যায় উক্ত তালিকায়।

রংপুর রাইডার্স স্কোয়াডঃ-

দেশি ক্রিকেটার: মাশরাফি বিন মুর্তজা, নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিঠুন, শফিউল ইসলাম, সোহাগ গাজী, ফরহাদ রেজা, মেহেদি মারুফ, নাহিদুল ইসলাম, নাদিফ চৌধুরী, আবুল হোসেন রাজু,ফারদিন হোসেন অনিক।

বিদেশি ক্রিকেটার: ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স, অ্যালেক্স হেলস, রবি বোপারা, রাইলি রুশো, বেনি হাওয়েল, শন উইলিয়ামস এবং শেলডন কট্রেল।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন