বিপিএল ২০১৮-১৯ মৌসুমের ড্রাফট অনুষ্ঠিত হয়েছে ঢাকার রেডিসন ব্লু হোটেলে। এই ড্রাফটের আগেই বিপিএল দল গুলো চারজন ক্রিকেটার দলে ভিড়িয়েছে। এর বাইরে বেশ কিছু ক্রিকেটারের সাথে চুক্তি সম্পন্ন করেছে দল গুলো।
এবার ড্রাফটের মাধ্যমে দল সাজানোর শেষ কাজ সম্পূর্ণ করল বিপিএল দল গুলো। বিপিএল ড্রাফট শেষে ক্রিকেটার ও তাদের দলের তালিকা তুলে ধরা হলো…
ঢাকা ডায়নামাইটস
দেশি ক্রিকেটার : সাকিব আল হাসান, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, রনি তালুকদার, শুভগত হম, কাজী অনেক মিজানুর রহমান, আসিফ হাসান, শাহদাত হোসেন, নাঈম শেইখ।
বিদেশি ক্রিকেটার : আন্দ্রে রাসেল (ওয়েস্ট ইন্ডিজ), সুনিল নারিন (ওয়েস্ট ইন্ডিজ),কাইরন পোলার্ড (ওয়েস্ট ইন্ডিজ), রোভম্যান পাওয়েল (ওয়েস্ট ইন্ডিজ), এন্ডু বিরস (দক্ষিণ আফ্রিকা), ইয়ান বেল (ইংল্যান্ড)।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন