উইন্ডিজদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়েই ২০১৮ সাল শেষ করেছে বাংলাদেশ দল। অন্যান্য বছরের তুলনায় চলতি বছর সবচেয়ে বেশি জয় পেয়েছে বাংলাদেশ দল। এ বছর সবমিলিয়ে খেলা ৪৪টি ম্যাচের মধ্যে ২১টিতে জয় পেয়েছে টাইগাররা।
টাইগার বোলারদের মধ্যে এ বছর সেরা পারফরম্যান্স করেছেন ডানহাতি অফস্পিনার মেহেদি হাসান মিরাজ। এ বছর বল হাতে আন্তর্জাতিক ক্রিকেটে ৬১টি উইকেট শিকার করেছেন তিনি। উইন্ডিজদের বিপক্ষে মাত্র ১১৭ রান খরচায় ১২ উইকেট নিয়ে এক ম্যাচে বাংলাদেশের পক্ষে সেরা বোলিংয়ের রেকর্ড গড়েছেন মিরাজ।
এ বছর বোলিংয়ে মিরাজের পরেই আছেন মোস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান। ইনজুরির কারণে দুইজনেই পিছিয়ে গেছেন। এ তালিকায় চতুর্থ ও পঞ্চম স্থানে আছেন তাইজুল ইসলাম ও রুবেল হোসেন।
২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকা-
১। মেহেদি হাসান মিরাজ: ৩৩ ম্যাচে ৬১ উইকেট (টেস্ট ৪১, ওয়ানডে ১৮, টি-টোয়েন্ট ২)
২। মোস্তাফিজুর রহমান: ৩৫ ম্যাচে ৫৭ উইকেট (টেস্ট ৭, ওয়ানডে ২৯, টি-টোয়েন্টি ২১)
৩। সাকিব আল হাসান: ৩০ ম্যাচে ৫৩ উইকেট (টেস্ট ১৭, ওয়ানডে ২১, টি-টোয়েন্টি ১৫)
৪। তাইজুল ইসলাম: ৭ ম্যাচে ৪৩ উইকেট (টেস্ট ৪৩, ওয়ানডে ০, টি-টোয়েন্টি ০)
৫। রুবেল হোসেন: ২৭ ম্যাচে ৩৬ উইকেট (টেস্ট ০, ওয়ানডে ২৩, টি-টোয়েন্টি ১৩)
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন