শিরোনাম

প্রচ্ছদ /   এইমাত্র প্রকাশিত হলো ২০১৮ সালের সবথেকে বেশি উইকেট শিকারীদের তালিকা শীর্ষে মিরাজ

এইমাত্র প্রকাশিত হলো ২০১৮ সালের সবথেকে বেশি উইকেট শিকারীদের তালিকা শীর্ষে মিরাজ

Avatar

মঙ্গলবার, ডিসেম্বর ২৫, ২০১৮

প্রিন্ট করুন

উইন্ডিজদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়েই ২০১৮ সাল শেষ করেছে বাংলাদেশ দল। অন্যান্য বছরের তুলনায় চলতি বছর সবচেয়ে বেশি জয় পেয়েছে বাংলাদেশ দল। এ বছর সবমিলিয়ে খেলা ৪৪টি ম্যাচের মধ্যে ২১টিতে জয় পেয়েছে টাইগাররা।

টাইগার বোলারদের মধ্যে এ বছর সেরা পারফরম্যান্স করেছেন ডানহাতি অফস্পিনার মেহেদি হাসান মিরাজ। এ বছর বল হাতে আন্তর্জাতিক ক্রিকেটে ৬১টি উইকেট শিকার করেছেন তিনি। উইন্ডিজদের বিপক্ষে মাত্র ১১৭ রান খরচায় ১২ উইকেট নিয়ে এক ম্যাচে বাংলাদেশের পক্ষে সেরা বোলিংয়ের রেকর্ড গড়েছেন মিরাজ।

এ বছর বোলিংয়ে মিরাজের পরেই আছেন মোস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান। ইনজুরির কারণে দুইজনেই পিছিয়ে গেছেন। এ তালিকায় চতুর্থ ও পঞ্চম স্থানে আছেন তাইজুল ইসলাম ও রুবেল হোসেন।

২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকা-

১। মেহেদি হাসান মিরাজ: ৩৩ ম্যাচে ৬১ উইকেট (টেস্ট ৪১, ওয়ানডে ১৮, টি-টোয়েন্ট ২)

২। মোস্তাফিজুর রহমান: ৩৫ ম্যাচে ৫৭ উইকেট (টেস্ট ৭, ওয়ানডে ২৯, টি-টোয়েন্টি ২১)

৩। সাকিব আল হাসান: ৩০ ম্যাচে ৫৩ উইকেট (টেস্ট ১৭, ওয়ানডে ২১, টি-টোয়েন্টি ১৫)

৪। তাইজুল ইসলাম: ৭ ম্যাচে ৪৩ উইকেট (টেস্ট ৪৩, ওয়ানডে ০, টি-টোয়েন্টি ০)

৫। রুবেল হোসেন: ২৭ ম্যাচে ৩৬ উইকেট (টেস্ট ০, ওয়ানডে ২৩, টি-টোয়েন্টি ১৩)

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন