শিরোনাম

প্রচ্ছদ /   অবশেষে বিশ্ব মিডিয়ার সামনে এসে একি বললেন নো বল দেয়া সেই আম্পায়ার তানভীর

অবশেষে বিশ্ব মিডিয়ার সামনে এসে একি বললেন নো বল দেয়া সেই আম্পায়ার তানভীর

Avatar

মঙ্গলবার, ডিসেম্বর ২৫, ২০১৮

প্রিন্ট করুন

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়েই আন্তর্জাতিক অঙ্গনে পা রাখেন আম্পায়ার তানভীর আহমেদ। কিন্তু অভিষেকেই বিতর্কিত ও নিম্নমানের আম্পাারিং করে বিতর্কিত হয়েছেন তিনি। এতে আইসিসির মান ক্ষুণ্ন হয়েছে।

তানভীর ঘরোয়া ক্রিকেট লীগগুলোতে বেশ পরিচিত মুখ। এই ঘরোয়া ক্রিকেটের পরিচিতির কারণে তিনি আইসিসির আম্পায়ার প্যানেলে ২০১৮-১৯ মৌসুমের জন্য স্থান পান। তানভীর যে এবারই প্রথম বিতর্কিত হয়েছেন, তা কিন্তু নয়। এর আগেও অনেকবার তিনি বাজে আম্পায়ারিং এর জন্য বিতর্কিত হয়েছেন। এমনকি বিপিএলেও এমন ঘটনার জন্ম দিয়েছিলেন।

কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে এমন ভুল সত্যিই অনাকাঙ্খিত। বাংলাদেশের ইনিংসের চতুর্থ ওভারে ওশান থমাসের এক ওভারেই দুইটি নো-বল দিয়ে বসেন আম্পায়ার তানভীর। পরে বিগ স্ক্রিনে দেখা যায়, থমাসের পা দাগে ছিলো। যার মানে নো বল ছিলো না। আবার তার মাঝে একটি বলে মারতে গিয়ে ক্যাচ তুলে দিয়ে আউট হয়েছিলেন ফর্মে থাকা টাইগার ব্যাটসম্যান লিটন দাস। এরপরে অনেক ঘটনাই ঘটে যায়। প্রায় ১০ মিনিট খেলা বন্ধ থাকে।

এমন ঘটনার পর অবশেষে মুখ খুলেছেন তানভীর। তিনি অনুশোচনা বোধ করেছে। তিনি বলেন নতুন হওয়াতেই তাঁর এমন ভুল হয়েছে এবং তাঁর অতীতে এমন কোনো রেকর্ড নেই। তিনি বলেন,

‘আন্তর্জাতিক ক্রিকেটে আমি নতুন। আমি ভুল করেছি। নো-বলের ক্ষেত্রে দাগ ও পা অনেক কাছাকাছির বিষয় থাকে। আর দ্রুত লাফ দিলে অনেক সময় বুঝতে একটু সমস্যা হয়।

তবে খেয়াল করে দেখবেন পেছনে আমার কোনো বাজে ইতিহাস নেই। একটা ভুল হয়েছে। ইনশাল্লাহ ভালোভাবে ফিরে আসব। প্রতিটি মানুষেরই ভালো দিন, খারাপ দিন যায়। সেদিন আমার খারাপ দিন গেছে।’

তবে এই ভুলে তিনি বেশ অনুতপ্ত। তিনি বলেছেন তিনি তাঁর ভুল শোধরানো ছাড়া আর কিছু নিয়ে ভাবছেন না। তিনি বলেন, ‘কেবল ম্যাচটি শেষ হয়েছে, আমি আর কোনো দিকেই মনোযোগ দিচ্ছি না। শুধু নিজের ভুলটা নিয়েই ভাবছি।’

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন