শিরোনাম

প্রচ্ছদ /   নির্বাচনী প্রচারনার মাঠে নেমেছে মাশরাফির বউ

নির্বাচনী প্রচারনার মাঠে নেমেছে মাশরাফির বউ

Avatar

মঙ্গলবার, ডিসেম্বর ২৫, ২০১৮

প্রিন্ট করুন

আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এদিকে একাদশ নির্বাচন সামনে রেখে সারাদেশে শুরু হয়েগেছে নির্বাচনী প্রচারণা। এদিকে নড়াইল-২ আসন থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দেশের প্রাচীনতম দল আওয়ামী লীগ থেকে প্রতিদ্বন্দিতা করবেন বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ইতোমধ্যে নিজ এলাকায় নির্বাচনের প্রচারণা শুরু করে দিয়েছেন তিনি। এদিকে গতকাল সোমবার মাশরাফির স্ত্রী, সুমি তার নিজের গ্রাম মানে মাশরাফির শ্বশুরবাড়ির এলাকায় নৌকা মার্কায় ভোট চেয়েছেন।

এ সময় সুমি বলেন, ‘আমি এ গ্রামের মেয়ে। মাশরাফি এ এলাকার জামাই। আপনাদের জামাইকে জেতাতে হবে। তার জন্য নৌকা মার্কায় ভোট চাইতে এসেছি। আপনাদের কাছে ভোট চাইতে আসব আমি কোনোদিন চিন্তাও করিনি। জননেত্রী শেখ হাসিনা মাশরাফিকে নৌকা প্রতীক দিয়েছেন। মাশরাফি জয়ী হলে নতুন বছরে নড়াইলবাসীর জন্য নতুন উন্নয়নের সূর্য উঠবে।’

সুমনা হক সুমি আরও বলেন, ‘আপনারা সবাই মাশরাফিকে চেনেন। তিনি যে জায়গায় ছিল, সেটা এমপি হওয়ার থেকে কম ছিল না। শুধু আপনাদের কথা ভেবে, নড়াইলের উন্নয়নের কথা ভেবে সে নির্বাচনে দাঁড়িয়েছে। তাই নড়াইলে উন্নয়নের স্বার্থে মাশরাফিকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন।’

গতকাল সোমবার ২৪ ডিসেম্বর সকাল ১০টায় সবুজ পাঞ্জাবি, কালো চাদর গায়ে নির্বাচনী প্রচারণা শুরু করেন মাশরাফি। হাজার হাজার কর্মীর সাথে প্রায় তিনশ’ মোটর সাইকেলের বহরও ছিল। ছিল বেশ কিছু গাড়ি। যেখানে ছিলো আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের কর্মীরা। ফুলের মালা দিয়ে মাশরাফিকে বরণ করে নেন তারা।

এখন পর্যন্ত ১৩টি নির্বাচনী পথ সভায় বক্তব্য রেখেছেন মাশরাফি। এসময় রাস্তার মোড়ে মোড়ে ভিড় ছিলো সহস্র মানুষের। নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ, তরুণ-তরুণীর উপস্থিতি ছিল সর্বত্র। দেশ সেরা তারকাকে এক পলক দেখতে উন্মুখ ছিল সবাই। এসময় বিভিন্ন পথসভায় বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন মাশরাফি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন