বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের ৬ষ্ঠ আসর শুরু হবে আগামী ৫ তারিখে। আর এই আসর চলবে আগামী ফেব্রুয়ারী মাসের ৮ তারিখ পর্যন্ত।এবারের আসরের ম্যাচ গুলো তিনটি ভেন্যুতে হবে। এগুলো হল ঢাকার মিরপুল শের-ই বাংলা জাতীয় স্টেডিয়াম, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।
প্রথমে খেলা হবে ঢাকাতে। এখানে ১৪টি ম্যাচ হবে। এরপর সিলেটে যাবে বিপিএল। সেখানে হবে ৮টি ম্যাচ। এরপর আবারও ঢাকায় ফিরে ৬ টি ম্যাচ হওয়ার পর চট্টগ্রামে যাবে বিপিএল এবং সেখানে হবে ১০টি ম্যাচ।
বিপিএলে প্রতিদিন দুটি করে ম্যাচ হবে। প্রথম ম্যাচ হবে ১২:৩০ এবং দ্বিতীয় ম্যাচ হবে ৫:২০ এ। তবে শুক্রবারে প্রথম ম্যাচে ২টায় এবং দ্বিতীয় ম্যাচে ৭টায় অনুষ্ঠিত হবে।
এবার দেখেনিন বিপিএলের সকল ম্যাচের সূচি
জানুয়ারি ৫- রংপুর রাইডার্স বনাম চিটাগং ভাইকিংস- শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম,জানুয়ারি ৫- ঢাকা ডায়নামাইটস বনাম রাজশাহী কিংস,জানুয়ারি ৬- কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম সিলেট সিক্সার্স,জানুয়ারি ৬- খুলনা টাইটান্স বনাম রংপুর রাইডার্স,জানুয়ারি ৮- ঢাকা ডায়নামাইটস বনাম খুলনা টাইটান্স,জানুয়ারি ৮- কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম রংপুর রাইডার্স,জানুয়ারি ৯- সিলেট সিক্সার্স বনাম চিটাগং ভাইকিংস,জানুয়ারি ৯- খুলনা টাইটান্স বনাম রাজশাহী কিংস
জানুয়ারি ১১- ঢাকা ডায়নামাইটস বনাম রংপুর রাইডার্স,জানুয়ারি ১১- কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম রাজশাহী কিংস,জানুয়ারি ১২- চিটাগং ভাইকিংস বনাম খুলনা টাইটান্স,জানুয়ারি ১২- ঢাকা ডায়নামাইটস বনাম সিলেট সিক্সার্স,জানুয়ারি ১৩- রংপুর রাইডার্স বনাম রাজশাহী কিংস,জানুয়ারি ১৩- চট্টগ্রাম ভাইকিংস বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স,জানুয়ারি ১৫- খুলনা টাইটান্স বনাম রাজশাহী কিংস- সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম
জানুয়ারি ১৫- সিলেট সিক্সার্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স,জানুয়ারি ১৬- ঢাকা ডায়নামাইটস বনাম রাজশাহী কিংস,জানুয়ারি ১৬- সিলেট সিক্সার্স বনাম রংপুর রাইডার্স,জানুয়ারি ১৮- সিলেট সিক্সার্স বনাম ঢাকা ডায়নামাইটস,জানুয়ারি ১৮- খুলনা টাইটান্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স,জানুয়ারি ১৯- সিলেট সিক্সার্স বনাম রংপুর রাইডার্স,জানুয়ারি ১৯- চিটাগং ভাইকিংস বনাম খুলনা টাইটান্স
জানুয়ারি ২১- কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম রাজশাহী কিংস- শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম,জানুয়ারি ২১- ঢাকা ডায়নামাইটস বনাম চিটাগং ভাইকিংস,জানুয়ারি ২২- খুলনা টাইটান্স বনাম রংপুর রাইডার্স,জানুয়ারি ২২- ঢাকা ডায়নামাইটস বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স,জানুয়ারি ২৩- চট্টগ্রাম ভাইকিংস বনাম রাজশাহী কিংস,জানুয়ারি ২৩- খুলনা টাইটান্স বনাম সিলেট সিক্সার্স
জানুয়ারি ২৫- সিলেট সিক্সার্স বনাম ঢাকা ডায়নামাইটস- জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম,জানুয়ারি ২৫- চিটাগং ভাইকিংস বনাম রংপুর রাইডার্স,জানুয়ারি ২৬- সিলেট সিক্সার্স বনাম রংপুর রাইডার্স,জানুয়ারি ২৬- চিটাগং ভাইকিংস বনাম রাজশাহী কিংস,জানুয়ারি ২৮- খুলনা টাইটান্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স,জানুয়ারি ২৮- ঢাকা ডায়নামাইটস বনাম রংপুর রাইডার্স
জানুয়ারি ২৯- চিটাগং ভাইকিংস বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স,জানুয়ারি ২৯- রংপুর রাইডার্স বনাম রাজশাহী কিংস,জানুয়ারি ৩০- চিটাগং ভাইকিংস বনাম ঢাকা ডায়নামাইটস,জানুয়ারি ৩০- সিলেট সিক্সার্স বনাম রাজশাহী কিংস,ফেব্রুয়ারি ১- ঢাকা ডায়নামাইটস বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স- শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম,ফেব্রুয়ারি ১- চিটাগং ভাইকিংস বনাম সিলেট সিক্সার্স
ফেব্রুয়ারি ২- কুমিল্লা ভিক্টরিয়ান্স বনাম রংপুর রাইডার্স,ফেব্রুয়ারি ২- ঢাকা ডায়নামাইটস বনাম খুলনা টাইটান্স,ফেব্রুয়ারি ৪- এলিমিনেটর (তৃতীয় স্থান বনাম চতুর্থ স্থান),ফেব্রুয়ারি ৪- কোয়ালিফায়ার ১- (১ম স্থান বনাম দ্বিতীয় স্থান),ফেব্রুয়ারি ৬- কোয়ালিফায়ার ২- (পরাজিত ১ম কোয়ালিফায়ার বনাম জয়ী এলিমিনেটর),ফেব্রুয়ারি ৮- ফাইনাল
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন