শেষ হল ২০১৮ সালের বাংলাদেশের ম্যাচ । উইন্ডিজদের বিপক্ষে টেস্ট, ওয়ানডে এর পরে ৩ ম্যাচ টি-টোয়েন্টি শেষ করেছে বাংলাদেশ। টি-২০ তে শেষ ম্যাচ হেরে সিরিজে ২-১ ব্যবধানে হেরে যায় বাংলাদেশ।তবে এই সিরিজে বাংলাদেশ দলকে সবচেয়ে বেশ ভুগিয়েছে উইন্ডিজ উইকেটরক্ষক ও দুর্দান্ত ব্যাটসম্যান শাই হোপ। টেস্ট সিরিজের চার ইনিংসে তিনি করেন মাত্র ৩৯ রান তবে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে নতুন রূপে দেখা গিয়েছিল এই ব্যাটসম্যানকে।
সম্প্রতি এক সাক্ষাৎকার নেওয়া হয়েছিল হোপের। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে এমনভাবে ফেরা নিয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘সত্যি কথা বলতে আমি মনে করি না আমি রাতারাতি কোনও পরিবর্তন নিয়ে এসেছি আমার খেলায়। আমার ধারণা সাদা বলের ক্রিকেটে বিশ্বাস ধরে রাখা, ফর্মুলা মেনে চলা এবং আক্রমণাত্মক মনোভাব নিয়ে খেলাটাই মূল বিষয়।’
এরপর তিনি আরো বলেছেন, ‘আমি মনে করি না যে টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে খুব বেশি পরিবর্তন এসেছে। কখনও কখনও আপনি আপনার প্রত্যাশা অনুযায়ী রান করতে পারবেন না। তবে এই ফরম্যাটে রান করতে পারাটা আনন্দের।’
তবে সাকিবের বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘সে একজন ভালো বোলার। সে সর্বদাই আন্তর্জাতিক ক্রিকেটে ভালো বোলিং করে। সুতরাং তাঁকে বোলার হিসেবে সম্মান দিতেই হবে। মাঝে মধ্যে আমি তাঁর বিপক্ষে রান করেছি, এটা এমনই।’
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন