শিরোনাম

প্রচ্ছদ /   ২০১৮ সালের র‍্যাংকিং এ সেরা ব্যাটসম্যান মুশফিক দেখেনিন পয়েন্ট তালিকা

২০১৮ সালের র‍্যাংকিং এ সেরা ব্যাটসম্যান মুশফিক দেখেনিন পয়েন্ট তালিকা

Avatar

রবিবার, ডিসেম্বর ২৩, ২০১৮

প্রিন্ট করুন

২০১৮ সালে ক্রিকেটে তিন ফরম্যাটেই দুর্দান্ত ফর্মে রয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকর রহিম। টেস্ট ওয়ানডে এবং টি-টোয়েন্টি তিন বিভাগেই চমৎকার পারফরম্যান্স করেছে মুশফিক। আসুন দেখে নিই ২০১৮ সালে মুশফিকুর রহিমের ব্যাটিং পারফরম্যান্স।

ওয়ানডে ক্রিকেট : ২০১৮ সালের বাংলাদেশের হয়ে ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক মুশফিকুর রহিম। এবছর ১৯ ইনিংসে ৫৫.০০ গড়ে ১ সেঞ্চুরি এবং ৫ হাফ সেঞ্চুরিসহ ৭৭০ রান করেছেন মুশফিকুর রহিম। সর্বোচ্চ স্কোর ১৪৪ রান।

টেস্ট ক্রিকেট : এ বছর বাংলাদেশের জাতীয় দলের হয়ে টেস্ট ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক মুশফিকুর রহিম। শুধু তাই নয় এ বছর টেস্ট ক্রিকেটের একটি ডাবল সেঞ্চুরি রয়েছে মুশফিকুর রহিমের। ১৫ ইনিংসে ৩৫.০০ গড়ে ৪৯০ রান করেছেন তিনি। একটি সেঞ্চুরি এবং একটি হাফ সেঞ্চুরি রয়েছে তার। সর্বোচ্চ স্কোর ২১৯* রান।

টি-টোয়েন্টি : টি-টোয়েন্টি ক্রিকেটে এ বছরের বাংলাদেশ হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক মুশফিকুর রহিম। ১৬ ইনিংসে ৩০.৫৩ গড়ে ৩৯৭ রান করেছেন মুশফিক। ৩ টি হাফ সেঞ্চুরি করেছেন তিনি। স্ট্রাইক রেট ১৩২.৩৩। সর্বোচ্চ স্কোর ৭২* রান।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন