২০১৮ সালে ক্রিকেটে তিন ফরম্যাটেই দুর্দান্ত ফর্মে রয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকর রহিম। টেস্ট ওয়ানডে এবং টি-টোয়েন্টি তিন বিভাগেই চমৎকার পারফরম্যান্স করেছে মুশফিক। আসুন দেখে নিই ২০১৮ সালে মুশফিকুর রহিমের ব্যাটিং পারফরম্যান্স।
ওয়ানডে ক্রিকেট : ২০১৮ সালের বাংলাদেশের হয়ে ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক মুশফিকুর রহিম। এবছর ১৯ ইনিংসে ৫৫.০০ গড়ে ১ সেঞ্চুরি এবং ৫ হাফ সেঞ্চুরিসহ ৭৭০ রান করেছেন মুশফিকুর রহিম। সর্বোচ্চ স্কোর ১৪৪ রান।
টেস্ট ক্রিকেট : এ বছর বাংলাদেশের জাতীয় দলের হয়ে টেস্ট ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক মুশফিকুর রহিম। শুধু তাই নয় এ বছর টেস্ট ক্রিকেটের একটি ডাবল সেঞ্চুরি রয়েছে মুশফিকুর রহিমের। ১৫ ইনিংসে ৩৫.০০ গড়ে ৪৯০ রান করেছেন তিনি। একটি সেঞ্চুরি এবং একটি হাফ সেঞ্চুরি রয়েছে তার। সর্বোচ্চ স্কোর ২১৯* রান।
টি-টোয়েন্টি : টি-টোয়েন্টি ক্রিকেটে এ বছরের বাংলাদেশ হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক মুশফিকুর রহিম। ১৬ ইনিংসে ৩০.৫৩ গড়ে ৩৯৭ রান করেছেন মুশফিক। ৩ টি হাফ সেঞ্চুরি করেছেন তিনি। স্ট্রাইক রেট ১৩২.৩৩। সর্বোচ্চ স্কোর ৭২* রান।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন