টিকে স্পোর্টস আয়োজিত প্রত্যয় কর্পোরেট টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০১৮ পাওয়ার্ড বাই রংপুর রাইডার্স, এর ২টি কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। আজকের দিনে খেলতে দেখা যায় টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে প্রথম ১০০ উইকেটের মাইলফলক ছোঁয়া সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক।
আজকের দিনের প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচে টেক্স স্টাইলস বিডির মুখোমুখি হয় আমরা কোম্পানিস। টসে হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৫৮ রান সংগ্রহ করে আমরা কোম্পানিস। ১৫৯ টার্গেটে খেলতে নেমে ১৯.৩ বলে জয়লাভ করে টেক্স স্টাইলস বিডি। ম্যাচসেরা হন টেক্স স্টাইল বিডির শফিকুল।
দিনের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় জোসেফাইট ওয়ারিয়র্স ও লিটল এঞ্জেলস। প্রথমে ব্যাট করে ১২৭ রান সংগ্রহ করে জোসেফাইট। জোসেফাইটের হয়ে সাবেক বাংলাদেশ ক্রিকেটার মোহাম্মদ রফিক ২৪ বলে ৩৭ রান করেন।
১২৮ রানের টার্গেটে খেলতে নেমে ১৮.৪ ওভারে জয় তুলে নেয় লিটল এঞ্জেল। মোহাম্মদ রফিক বল হাতে ৪ ওভারে ১৪ রান দিয়ে ১ উইকেট তুলে নেন। ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন লিটল এঞ্জেলস এর জুয়েল।
গতকাল গ্রুপ পর্বের শেষ দিনে প্রথম ম্যাচে এএমজিটির মুখোমুখি হয় হাস্টলার ক্রিকেট ক্লাব। টসে জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ২০৫ রান সংগ্রহ করে। ২০৬ রানের টার্গেটে খেলতে নেমে ১০৭ রানেই শেষ হয় হাস্টলারের ইনিংস। ফলে ৯৯ রানে জয়লাভ করে এএমজিটি। ১০৮ রান করে ম্যাচসেরা হন এএমজিটির সামিদ্ধা গেলেজ। সেই সাথে গ্রুপ এ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টারফাইনাল নিশ্চিত করে এএমজিটি।
দিনের দ্বিতীয় ম্যাচে লায়লা ক্রিকেট ক্লাব মুখোমুখি হয় বাংলাদেশ মেডিকেল কলেজের। লায়লা টসে হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১২৭ রান সংগ্রহ করে। ১২৮ রানের টার্গেটে খেলতে নেমে ১৯.৩ বলে জয়লাভ করে বাংলাদেশ মেডিকেল কলেজ।৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন বাংলাদেশ মেডিকেল কলেজের মিঠু। ম্যাচ হেরেও রান রেটে এগিয়ে থেকে গ্রুপ রানারআপ হয়ে কোয়াটার ফাইনাল নিশ্চিত করে লায়লা ক্রিকেট ক্লাব।
এবারের টুর্নামেন্টের টাইটেল স্পনসর ” প্রত্যয় মেডিকেল ক্লিনিক লিমিটেড” পাওয়ারড বাই রংপুর রাইডার্স” । কো-স্পনসর হিসেবে আছে” লায়লা গ্রুপ, রেভজোল লুব্রিকেন্টস, টেক্স স্টাইল বিডি লিমিটেড ও এএমজিটি”। টুর্নামেন্টের প্রিন্ট মিডিয়া পার্টনার দৈনিক কালের কণ্ঠ , অনলাইন মিডিয়া পার্টনার বিডি ক্রিকটাইম ও রেডিও পার্টনার হিসেবে আছে ঢাকা এমএম ৯০.৪.
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন