বাজে আম্পায়িংয়ের প্রতিবাদ করে শাস্তি পেলেও দুঃখ নেই উইন্ডিজ কাপ্তান কার্লোস ব্র্যাথওয়েটের। মিরপুরের শেষ টি-টুয়েন্টি ম্যাচে আম্পায়ার তানবীর আহমেদের নো বল সিগন্যালের প্রতিবাদ করেছেন ব্র্যাথওয়েট।
খেলা থামিয়ে ম্যাচ রেফারি ও চতুর্থ আম্পায়ারের সাথে তর্ক করেছেন তিনি। দলের হয়ে সঠিক পন্থা বেঁছে নিয়ে লড়াই করেছেন ভুলের বিরুদ্ধে।
এই জন্য বড় শাস্তি মাথা পেতে নিতে প্রস্তুত তিনি। তাঁর ভাষায়, ‘শাস্তি আসবে যাবে, কিন্তু আপনাকে যেটা সঠিক সেটার পক্ষে দাঁড়াতে হবে। তা না হলে আপনি সঠিক পথ বেঁছে নিচ্ছেন না।
‘শাস্তি যদি দেয়, তাহলে আমি সেটা খুশি মনে মাথা পেতে নিব। আমার উচিত ছিল আমার দলের স্বার্থে দাঁড়ানো, একজন অধিনায়ক হিসেবে। আমি সেটাই করেছি।’
বাংলাদেশকে শেষ টি-টুয়েন্টি ম্যাচে হারিয়ে ২-১ ব্যবধানে টি-টুয়েন্টি সিরিজ নিজেদের করে নিয়েছে ব্র্যাথওয়েটের উইন্ডিজ।
একই সাথে এই ম্যাচের মধ্যে দিয়ে অধিনায়ক হিসেবে দলের সতীর্থদের সম্মান আদায় করে নিয়েছেন তিনি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন,
‘আমি মনে করি আমি আমার দলের সতীর্থদের কাছে সম্মানিত ব্যক্তিত্ব। আমি তাদের এক হয়ে থাকতে বলেছি, বলেছি একতাবদ্ধ হয়ে থাকতে। এটা খুবই খারাপ দেখাতো যদি আমি আম্পায়ারদের সাথে কথা বলে যেতাম আর বাকিরা দূরে বাউন্ডারিতে দাঁড়িয়ে থাকত। আমরা সবাই একতাবদ্ধ ছিলাম।’
মিরপুরে উইন্ডিজ-বাংলাদেশের মধ্যকার সিরিজের শেষ টি-টুয়েন্টিতে বিতর্কের জন্ম দিয়েছেন আম্পায়ার তানবির আহমেদ। উইন্ডিজ পেসার ওশেন থমাসকে একওভারে দুটি নো-বল দিয়েছিলেন তিনি। কিন্তু টেলিভিশন রিপ্লেতে সেখানে দেখা যাচ্ছিল দাগের মধ্যেই পা ছিল তাঁর।
ওভারের শেষ বলে, মিড অফ ফিল্ডারের হাতে ক্যাচ তোলেন লিটন। কিন্তু আম্পায়ার তানভির আহমেদ নো বলের সিগনাল দেন, যা চতুর্থ ওভারের দ্বিতীয় নো বল। এরপরই শুরু হয় বিতর্ক।
উইন্ডিজ দলপতি কার্লোস ব্র্যাথওয়েট প্রথমে রিভিউ নেন নো বলের বিপক্ষে, এরপর ম্যাচ রেফারির কাছে যান। পরে লিটনকে আউট দেয়ার পর পরবর্তীতে ১০ মিটিং খেলা বন্ধ থাকার পর লিটনকে আবারও নো বল দিয়ে ফ্রি হিট ঘোষণা করা হয়।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন