শিরোনাম

প্রচ্ছদ /   অলরাউন্ডারের র‍্যাংকিং এ শীর্ষে উঠে এসেছে মিরাজ দেখে নিন র‍্যাংকিং

অলরাউন্ডারের র‍্যাংকিং এ শীর্ষে উঠে এসেছে মিরাজ দেখে নিন র‍্যাংকিং

Avatar

রবিবার, ডিসেম্বর ২, ২০১৮

প্রিন্ট করুন

বাংলাদেশ এবং ওয়েস্টইন্ডিজের মধ্যকার দ্বিতীয় টেস্টে এক মেহেদী হাসান মিরাজের বলেরই কোন উত্তর খুজে পেলনা ওয়েস্টইন্ডিজ। দুই ইনিংস মিলিয়ে দলটির ১২টি উইকেট তুলে নিয়েছেন মেহেদী হাসান মিরাজ।

এই ম্যাচে প্রথম ইনিংসে ওয়েস্টইন্ডিজের সাতটি উইকেট তুলে নিয়েছিলেন এই মিরাজ। তার বলে আউট হয়েছিলেন ওয়েস্টইন্ডিজের ওপেনার পাওয়েল, অভিজ্ঞ সাই্ হোপ, রোস্টন চেজ, ভয়ানক হেটমায়ের, ডরওইচ, কেমার রোচ, দেবেন্দ্র বিশু।

এরপর দ্বিতীয় ইনিংসেও ক্যারিবিয় শিবিরে ধ্বস নামিয়েছেন এই স্পিনার। তুলে নিয়েছেন প্রথম সারির ৫টি উইকেট। দ্বিতীয় ইনিংসে তার শিকার হন পাওয়েল, সাই হোপ, হেটমায়ের, বিশু ও ওয়ারিকান। আর মিরাজকে যত ভয় ওয়েস্টইন্ডিজের!

আর এই অসাধারন পারফরম্যান্সেই অলরাউন্ডারের র‍্যাংকিং এ তরতর করে সেরা দশে উঠে আসেন মিরাজ,অন্যদিকে শীর্ষে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন