দুটি ম্যাচেই বাংলাদেশের কাছে চরম ভাবে হেরেছে ওয়েস্টইন্ডিজ। মারাত্মক ব্যাটিং বিপর্যয়ে পড়েছে তারা দুটি ম্যাচের চারটি ইনিংসেই। আর এজন্য বাংলাদেশের বোলারদের দারুন প্রশংসা করেছেন ওয়েস্টিইন্ডিজ অধিনাযক কার্লোস ব্রেথওয়েট।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ব্রেথওয়েট বলেন, বাংলাদেশ, ভালো, খুব ভালো করেছে। বিশেষ করে তাদের বোলিং বিভাগ দুর্দান্ত। এই কারনে তারা মুস্তাফিজের মত বোলারকে বসিয়ে রাখার সাহস করেছে এবং পুরো স্পিন আক্রমন নিয়ে মাঠে নেমেছিল। আর ছেলেরা খুবই ভালো করেছে।
তিনি বলেন, বাংলাদেশ আমাদের উইকেট গুলো তুলে নিয়েছে স্পিনেই। তারা পুরাতন বলেও উইকেট পাইছে, নতুন বলেও উইকেট পাইছে। আমাদেরকে বিধ্বস্ত করেছে তারা।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন