শিরোনাম

প্রচ্ছদ /   একি সাদমান নাকি আরেক তামিম

একি সাদমান নাকি আরেক তামিম

Avatar

শুক্রবার, নভেম্বর ৩০, ২০১৮

প্রিন্ট করুন

বাংলাদেশ টেস্ট ক্রিকেটে অভিষেক করেই নিজের জানান দিয়েছেন সাদমান ইসলাম। তিনি যে নিজের যোগ্যতায় দলে যায়গা করে নিয়েছেন তা প্রথম ম্যাচেই প্রমাণ করেছেন।

১৯৯ বলে খেললেন ৭৬ রানের দারুণ এক ইনিংস খেলে তাক লাগিয়েছেন। সাথে সাথে পিছনে ফেলেছেন তামিম ইকবাল এর ৫৩, জাভেদ ওমর ৬২, হান্নান সরকারকে৫৫. এবং শামসুর রহমান এর ৩৩ করা রানকে।

তবে সাদমানের মধ্যে তামিমকে খুজে পেয়েছেন ভক্তরা। কেননা ব্যাটিং স্টাইল এবং অভিব্যক্তি যেন তামিমের ফটোকপি। এটা নিয়ে সামাজিক মাধ্যমে চলছে হৈ চৈ।

এমডি সামিউল নামে একজন লিখেছে, ‘ব্যাটিং স্টাইল পুরাই তামিম ভাইয়ের ফটোকপি।’

পুটুন দা’ নামে আরেকজন লিখেছে, ‘সাদমান এর নাম করে বাংলাদেশ আজ তামিম কে খেলিয়েছে । বিসিবি যে চুর তা আবারো প্রমাণিত হল । আইসিসি=বিসিবি।’

আফসার আহমেদ রুবেল লিখেছে, ‘মেলায় হারিয়ে যাওয়া দুই ভাই, সাদমান/তামিম।’

রিমা আল হাসান নামে একজন লিখেছে, ‘তামিম ইকবাল? নাকি সাদমান ইসলাম? হেলমেট এর উপর থেকে দেখে বোঝার উপায় নাই, দুর থেকে দেখতে অনেকটা তামিম ইকবালের মত। সাদমান ইসলাম এর জন্য অনেক অনেক শুভকামনা।’

তারেক আদনান লিখেছে, ‘এতো দেখি পুরো তামিম ভাইরে। অভিষেক হলো সাদমান ইসলামের দঁাড়ানো লুক সবই তামিম ভায়ের মতো।’

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন