শিরোনাম

প্রচ্ছদ /   রেটিং এ ১ নম্বরে সাকিব দেখে নিন মুমিনুল ও তাইজুলের অবস্থান

রেটিং এ ১ নম্বরে সাকিব দেখে নিন মুমিনুল ও তাইজুলের অবস্থান

Avatar

বুধবার, নভেম্বর ২৮, ২০১৮

প্রিন্ট করুন

উইন্ডিজদের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে দারুণ একটি শতক হাঁকানোর পর র‍্যাংকিংয়েও উন্নতি হয়েছে টাইগারদের টপ অর্ডার ব্যাটসম্যান মমিনুল হকের। আইসিসির প্রকাশিত টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় ১১ ধাপ এগিয়ে ২৪তম স্থানে উঠে এসেছেন তিনি। এখন পর্যন্ত যা তাঁর ক্যারিয়ার সেরা র‍্যাংকিং।

শুধু মমিনুলই নয়, র‍্যাংকিংয়ে উন্নতি হয়েছে বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামেরও। বল হাতে ফর্মের তুঙ্গে থাকা এই বোলার এগিয়েছেন ৬ ধাপ। বর্তমানে টেস্ট বোলারদের তালিকায় তাঁর অবস্থান ২১তম। কিছুদিন আগে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১৮ উইকেট শিকার করেছিলেন তাইজুল। এবার ক্যারিয়ার সেরা র‍্যাংকিংয়ে ওঠার মধ্য দিয়ে পুরস্কার পেলেন তিনি।

তবে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিশতক হাঁকানোর পরেও চট্টগ্রামে উইন্ডিজদের বিপক্ষে নিস্প্রভ থাকায় ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়ে অবনমন হয়েছে টাইগারদের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমের। তিন ধাপ পিছিয়ে ২১ নম্বরে আছেন তিনি বর্তমানে।

মুশফিকের পাশাপাশি পিছিয়েছেন সাকিব আল হাসানও। চার ধাপ অবনমন হয়ে তাঁর অবস্থান ২৮ নম্বরে। তবে সাকিবের উন্নতি ঘটেছে বোলিংয়ে। ক্যারিবিয়ানদের বিপক্ষে টেস্টে ফিরে ৫ উইকেট নেয়া এই বাঁহাতি এক ধাপ এগিয়ে ২০ নম্বর উঠে এসেছেন টেস্ট বোলারদের র‍্যাংকিংয়ে।

এদিকে আইসিসি প্রকাশিত ব্যাটসম্যানদের তালিকার শীর্ষ দশে এসেছে মাত্র একটি পরিবর্তন। ইংল্যান্ড এবং শ্রীলঙ্কার মধ্যকার টেস্ট সিরিজ শেষে এক ধাপ পিছিয়ে এগারতে নেমে গেছেন শ্রীলঙ্কান ব্যাটসম্যান দীনেশ চান্দিমাল। অপরদিকে দশ নম্বর উঠে এসেছেন অজি ওপেনার উসমান খাওয়াজা।

এছাড়াও শীর্ষ ব্যাটসম্যান হিসেবে যথারীতি সবার ওপরে আছেন ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলি। তাঁর পরের স্থান দুটি যথাক্রমে অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ এবং নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনের। ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়ে উন্নতি ঘটেছে পাকিস্তানের আজহার আলিরও। তিন ধাপ এগিয়ে ১২তে অবস্থান তাঁর। আর লঙ্কান ব্যাটসম্যান কুশল মেন্ডিস আট ধাপ এগিয়ে ২০ এ এবং ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস পাঁচ থাপ এগিয়ে ৩১ নম্বরে আছেন।

উন্নতি এসেছে বোলারদেরও। ইংল্যান্ডের পেস তারকা জেমস অ্যান্ডারসনকে টপকে বর্তমানে শীর্ষ স্থানটি দখলে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা। তবে সবথেকে বেশি উন্নতি হয়েছে পাকিস্তানি স্পিনার ইয়াসির শাহর। নিউজিল্যান্ডে বিপক্ষে সম্প্রতি দুবাই টেস্টে ১৪ উইকেট শিকার করা এই তারকা স্পিনার ৯ ধাপ এগিয়ে ১০ নম্বরে উঠে এসেছেন।

টেস্ট খেলোয়াড়দের নতুন র‍্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষেই আছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। তবে বোলারদের মধ্যে শীর্ষস্থান হারিয়েছেন ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন। তাকে ছাড়িয়ে আবারো শীর্ষে উঠে গেছেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা।

অন্যদিকে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষেই আছেন বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। ৪০৫ রেটিং পয়েন্ট নিয়ে সবার উপরে আছেন তিনি। তার থেকে পাঁচ রেটিং পয়েন্ট কমে অর্থ্যাৎ ৪০০ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।

৩৭২ রেটিং পয়েন্ট নিয়ে এ তালিকায় তৃতীয় স্থানে আছেন ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার। হোল্ডারের পরেই আছেন দক্ষিণ আফ্রিকার ভার্নন ফিলান্ডার। তার রেটিং পয়েন্ট ৩৭০। অন্যদিকে ৩৪২ রেটিং পয়েন্ট নিয়ে এ তালিকায় পঞ্চম স্থানে আছেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন