আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুর্নীতির মামলায় কারাবন্দী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নির্বাচনে অংশ নেওয়া নিয়ে অনিশ্চয়তার কারণে বগুড়া-৬ আসনে প্রার্থী হচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এটি ছাড়াও মির্জা ফখরুল ঠাকুরগাঁও-১ আসন থেকেও লড়বেন।
আজ বুধবার ২৮ নভেম্বর দুপুর সোয়া একটার দিকে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ফয়েজ আহমেদের কাছে খালেদার পক্ষে মনোনয়নপত্র জমা দেন জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম। জানা যায় কোনো কারণে যদি খালেদা জিয়া নির্বাচনে যোগ দিতে না পারেন তাহলে এ আসন থেকে মির্জা ফখরুল নির্বাচন করবেন।
এ ব্যাপারে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে সাইফুল ইসলাম বলেন, কোনো কারণে যদি খালেদা জিয়া নির্বাচনে যোগ দিতে না পারেন তাহলে এ আসন থেকে মির্জা ফখরুল নির্বাচন করবেন। এ বিষয়ে অনলাইনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দেয়ার প্রক্রিয়া চলছে।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন