শিরোনাম

প্রচ্ছদ /   যে একটি মাত্র কারণে নৌকা ছেড়ে বিএনপি থেকে মনোনয়ন নিলেন গোলাম মাওলা রনি

যে একটি মাত্র কারণে নৌকা ছেড়ে বিএনপি থেকে মনোনয়ন নিলেন গোলাম মাওলা রনি

Avatar

সোমবার, নভেম্বর ২৬, ২০১৮

প্রিন্ট করুন

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গোলাম মওলা রনি আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসন থেকে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। আজ সোমবার (২৬ নভেম্বর) দুপুরে সামাজিকমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে ঘোষণা দেন তিনি।

এরপর সন্ধায় বিএনপিতে যোগ দিয়েছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। সোমবার (২৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটিতে যোগ দেন তিনি।

এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে সাবেক এ আওয়ামী লীগ নেতা বলেন, ‘আমি আমার দল আওয়ামী লীগ থেকে সজ্ঞানে বিএনপিতে যোগ দিয়েছি। আমি আমার সমস্ত মেধা দিয়ে দেশ ও জাতীয়তাবাদী রাজনীতিতে কাজ করবো।’

এর আগে, ফেসবুকের এক স্ট্যাটাসে ভোটে লড়াইয়ের ঘোষণা দেন রনি।

তিনি ফেসবুকে লেখেন, পুরুষের কান্নায় গলাচিপা দশমিনার আকাশ বাতাস ভারী হয়ে গিয়েছে। অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। উপরোক্ত অবস্থার পরিপ্রেক্ষিতে আমি নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। মহান আল্লাহর ওপর নির্ভর করে নির্বাচনের মাঠে নামবো। দেখা হবে সবার সঙ্গে এবং দেখা হবে বিজয়ে।

প্রসঙ্গত, এই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার ভাগ্নে এসএম শাহজাদা সাজু।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন