নিউজিল্যান্ডের বিপক্ষে দুবাই টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেট হারিয়ে ৪১৮ রান করে ইনিংস ঘোষণা দিয়েছিল পাকিস্তান। জবাবে ২৪ রানে কোনো উইকেট না হারিয়ে দ্বিতীয় দিন শেষ করেছিল নিউজিল্যান্ড। কিন্তু আজ তৃতীয় দিনেই কিনা অলআউট হয়ে গেল কিউইরা।
বিনা উইকেটে যেখানে নিউজিল্যান্ডের সংগ্রহ ছিল ৫০ সেখানে মাত্র ৯০ রানেই অলআউট হয়ে যায় তারা। ৪০ রানের ব্যবধানে ১০ উইকেট হারিয়েছে তারা। পাকিস্তানের হয়ে একাই ৮ উইকেট শিকার করেছেন ইয়াসির শাহ। ৪১ রান খরচ করেছেন তিনি। এদিকে হাসান আলী নেন এক উইকেট ও অন্যটি রান আউট।
নিউজিল্যান্ডের হয়ে জিত রাভাল ৩১ রান করেন। এছাড়াও টম লাথাম ২২ রান করেন। ২৮ রানে অপরাজিত ছিলেন অধিনায়ক কেন উইলিয়ামসন। দলের ৬ জন রানের খাতা খুলতে পারেনি।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন