শিরোনাম

প্রচ্ছদ /   ৪ স্পিনার ১ পেসার নিয়ে উইন্ডিজকে হোয়াইটওয়াশ করবঃ রোডস

৪ স্পিনার ১ পেসার নিয়ে উইন্ডিজকে হোয়াইটওয়াশ করবঃ রোডস

Avatar

সোমবার, নভেম্বর ২৬, ২০১৮

প্রিন্ট করুন

উইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে চার স্পিনার খেলিয়ে বাজিমাত করেছে বাংলাদেশ দল। তিন দিনেই সফরকারীদের ৬৪ রানের ব্যবধানে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ দল।

চট্টগ্রামে উইন্ডিজের ২০ উইকেটই দখল করেছেন স্পিনাররা। বাংলাদেশ দলের প্রধান কোচ স্টিভ রোডস মনে করেন উইন্ডিজ যদি একসময় চার পেসার নিয়ে কৌশল সাজাতে পারে! তবে চার স্পিনারই বাংলাদেশের কৌশল। এবং এটাকেই অনুসরণ করা উচিত।

‘ইতিহাসের দিকে তাকালে দেখা যায় বেশির ভাগ সময় একটি টেস্ট খেলা হয় দুই স্পিনার, তিন পেসার ও একজন অলরাউন্ডারকে নিয়ে। যখন কোনও স্পিনারকে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজ চার পেসার নিয়ে খেলত, সেটা ছিল তাদের কৌশল। যদি আমরা মনে করি চার স্পিনারই ঠিক আছে, এটাই আমাদের কৌশল তাহলে সেটাই আমাদের অনুসরণ করা উচিত।’

অভিষেকেই ৫ উইকেট দখল করেছেন তরুণ স্পিনার নাঈম হাসান। ইনজুরি থেকে ফিরেই সাকিব নিজের প্রথম ওভারে তুলে নিয়েছেন ২ টি উইকেট। ম্যাচে তার উইকেট সংখ্যা ৫ টি। মিরাজও উইকেটের দেখা পেয়েছেন।

প্রথম ইনিংসে ১ উইকেট নেয়ার পর দ্বিতীয় ইনিংসে ২ টি উইকেট নিয়েছেন তিনি। তবে, সবাইকে ছাড়িয়ে গেছেন তাইজুল ইসলাম। তিনি প্রথম ইনিংসে ১টি উইকেট নিলেও দ্বিতীয় ইনিংসে ৬টি উইকেট নিয়ে উইন্ডিজকে একাই ধসিয়ে দিয়েছেন।

তাই চট্টগ্রামের পর ঢাকাতেও টার্নিং উইকেটের প্রত্যাশা করছেন বাংলাদেশ কোচ স্টিভ রোডস। ঢাকাতে চার স্পিনার নিয়েই উইন্ডিজকে নাজেহাল করার স্বপ্ন দেখছেন এই কোচ।

‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়টা সত্যিই দারুণ ছিল। ক্রিকেটারদের মতোই তাদের জন্য আমার অনেক সমীহ আছে। তারা পরের টেস্টে ঘুরে দাঁড়াতে মরিয়া থাকবে। আমাদের এজন্য প্রস্তুত থাকতে হবে। আমি চাই ২-০ তে জিততে।’

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন