শিরোনাম

প্রচ্ছদ /   হঠাৎ করে যে কারণে ড. কামালের বাসায় একত্রিত সকল ঐক্যফ্রন্ট নেতারা

হঠাৎ করে যে কারণে ড. কামালের বাসায় একত্রিত সকল ঐক্যফ্রন্ট নেতারা

Avatar

সোমবার, নভেম্বর ২৬, ২০১৮

প্রিন্ট করুন

জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের বেইলি রোডের বাসায় বৈঠকে বসবেন ঐক্যফ্রন্টের নেতারা।রবিবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় এ বৈঠক অনুষ্ঠিত হবেছে বলে জানা গেছে।

জানা গেছে, এ বৈঠকে মুক্তিযুদ্ধের উপ-সর্বাধিনায়ক (ডেপুটি চিফ অব স্টাফ) এয়ার ভাইস মার্শাল (অব.) একে খন্দকার অংশ নেবেন বলে জানা যায়।

এর আগে দুপুর ২টায় জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরামে যোগ দিচ্ছেন আওয়ামী লীগ সরকারের সাবেক পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার।

একে খন্দকারের পাশাপাশি আজই গণফোরামে যোগ দেবেন একুশে টেলিভিশনের সাবেক চেয়ারম্যান আবদুস সালাম।গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন তাদের স্বাগত জানাবেন।

উল্লেখ্য, ড. কামাল হোসেনের নেতৃত্বে গত অক্টোবরে জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হয়। বিএনপি এই জোটের মূল দল হওয়া সত্ত্বেও ঐক্যফ্রন্টের আহ্বায়ক করা হয় গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনকে। দীর্ঘদিন ধরে নেতৃত্বের সংকটে থাকা বিএনপি মূলত নেতা খুঁজতে ড. কামাল হোসেনের দ্বারস্থ হয়েছিল।-বিডি২৪লাইভ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন