বয়স সবে মাত্র ১৪। আর এই বয়সেই খেললেন ৫৫৬ রানের অপরাজিত ইনিংস। বলছি ভারতের তরুণ প্রিয়াংশু মলয়ার কথা। দেশটির অনূর্ধ্ব-১৪ দলের একটি টুর্নামেন্টে এমন ঝোড়ো ইনিংস খেলে তিনি এখন সংবাদের পাতায়।
সোমবার (২৯ অক্টোবর) ভারতের ভাদডোরা ক্রিকেট একাডেমির মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের একটি ম্যাচে প্রথমে বল হাতে চার উইকেট তুলে নেন অফ স্পিনার অলরাউন্ডার প্রিয়াংশু মলয়া। এরপর ব্যাট হাতে নেমে ৩১৯ বলে খেলেন ৫৫৬ রানের অপরাজিত ইনিংস। মজার ব্যাপার হলো, তার এই বিশাল স্কোরে ছক্কার সংখ্যা ছিল মাত্র একটি। তবে ঠিকই ৯৮টি বাউন্ডারি হাঁকান।
৫৫৬ রানের বড় ইনিংস খেলে শুভাকাঙ্খিতের মতো বেশ উচ্ছ্বাসিত প্রিয়াংসুও। ম্যাচ শেষে বলেন, ‘আমার আগের সর্বোচ্চ রান ছিল ২৫৪। গতবছর একটি টুর্নামেন্টের এই রান করতে সক্ষম হই। আসলে আমি আমার নরমাল খেলটা খেলার চেষ্টা করি। তবে সোমবার যখন সেঞ্চুরির দেখা পাই তখন সংকল্প করি যাতে ডাবল সেঞ্চুরির দেখা পাই। কিন্তু দিন শেষ ঠিকই বড় স্কোর পেয়ে যাই।প্রিয়াংসুর তার এমন কৃতিত্বের জন্য ধন্যবাদ জানান কোচ ও পিতাকে।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন