বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে একমাত্র তিনদিনের প্রস্তুতি ম্যাচে গতকাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে সফরকারী জিম্বাবুয়েকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন স্বাগতিক দল বিসিবি একাদশের অধিনায়ক রুবেল হোসেন।
বোলিংয়ে নেম এর দুর্দান্ত বোলিং করেছেন অধিনায়ক রুবেল হোসেন। ৪ ওভারের ৩ মেডইন এ দুই রানের বিনিময়ে ১ উইকেট লাভ করেছেন তিনি। প্রথম দিন শেষে এক উইকেটে হারিয়ে ১২ রান করেছে জিম্বাবুয়ে দল।
আজকে সকাল ৯টায় খেলা শুরু হবার কথা থাকলেও বৃষ্টির কারণে তা হচ্ছে নাহ।
তিন দিনের প্রস্তুতি ম্যাচের বিসিবি একাদশ: ফজলে মাহমুদ রাব্বি, মিজানুর রহমান, নাজমুল হোসেন, জাকির হোসেন, মোসাদ্দেক হোসেন, আরিফুল হক, আফিফ হোসেন, নুরুল হাসান, ইবাদত হোসেন, আবু হায়দার, রুবেল হোসেন ও শাহাদাত।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন