শিরোনাম

প্রচ্ছদ /   সাকিব মুস্তাফিজের পর অসুস্থ ক্রিকেটার চামেলীর পাশে দাঁড়ালেন রুবেল যে পরিমান টাকা অনুদান দিলেন তিনি

সাকিব মুস্তাফিজের পর অসুস্থ ক্রিকেটার চামেলীর পাশে দাঁড়ালেন রুবেল যে পরিমান টাকা অনুদান দিলেন তিনি

Avatar

বুধবার, অক্টোবর ৩১, ২০১৮

প্রিন্ট করুন

নায়ক সাকিব আল হাসান । এবার সাধ্যমত সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন পেসার রুবেল হোসেনআট বছর আগে খেলতে গিয়ে লিগামেন্ট ছিঁড়ে যাওয়া সহ মেরুদণ্ডে হাড়ের ব্যথা নিয়ে চলতে চলতে বর্তমানে খুব কঠিন অবস্থায় পৌছেঁছেন চামেলী। মেরুদন্ডে দুই হাড়ের ফাঁকে থাকা নরম ডিস্ক গুলো নষ্ট হয়ে যাওয়ায় অবস হয়ে যাচ্ছে তার পুরো ডান পাশ।

তাকে দেখে বোঝবার উপায় নেই, ১২ বছর পর্যন্ত এই চামেলীই দাপটের সঙ্গে নিজের নৈপূণ্যতা দেখিয়েছেন জাতীয় পর্যায়ের অ্যাথলেটিক্স, ফুটবল এবং নারী ক্রিকেটে।

মানবেতর জীবন-যাপন করা চামেলীর চিকিৎসার জন্য ১০ লাখ টাকা প্রয়োজন। উন্নত চিকিৎসাসেবার জন্য যেতে হবে দেশের বাইরে। কিন্তু আনসার-ভিডিপির এই সদস্যের পক্ষে এত টাকা যোগার করা অসম্ভব। তবে দুঃসময়ে জাতীয় দলের দুই ক্রিকেটারকে পাশে পেয়েছেন চামেলী।

সাকিব, মুস্তাফিজ ও রুবেলরা সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার ব্যাপারটি নিশ্চিত করেছেন চামেলী নিজেই । তবে তারা কে কত টাকা দিয়েছেন তা এখনো জানা যায়নি ।উল্লেখ্য, অসুস্থ এই ক্রিকেটারের চিকিৎসার জন্য এখনো এগিয়ে আসেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন