শিরোনাম

প্রচ্ছদ /   জেনেনিন ২০১৯ বিশ্বকাপে বাংলাদেশ বনাম ভারতের ম্যাচের টিকিট মূল্য

জেনেনিন ২০১৯ বিশ্বকাপে বাংলাদেশ বনাম ভারতের ম্যাচের টিকিট মূল্য

Avatar

মঙ্গলবার, অক্টোবর ৩০, ২০১৮

প্রিন্ট করুন

ক্রিকেট বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্ট আইসিসি ক্রিকেট বিশ্বকাপ শুরু হচ্ছে আগামী বছর ৩০ মে থেকে। ১০ দলের অংশগ্রহণে এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১৪ জুলাই লন্ডনে। গ্রুপ পর্বে বাংলাদেশ সহ প্রতিটি দল খেলবে নয়টি করে ম্যাচ।

বাংলাদেশের প্রথম ম্যাচ দুই জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এদিকে আজ এই টুর্নামেন্টের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।

উদ্বোধনী ম্যাচ ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ২৩৫ পাউন্ড। চার ক্যাটাগরিতে সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে ৭৪ পাউন্ড। তবে বাচ্চাদের জন্য সর্বোচ্চ ৩০ এবং সর্বনিম্ন ৬ পাউন্ড।

তবে এক একটি ম্যাচের জন্য একেক রকমের টিকিটের মূল্য নির্ধারণ করেছে আইসিসি। বাংলাদেশের প্রথম ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টিকিটের মূল্য সর্বোচ্চ ৭৫ পাউন্ড এবং সর্বনিম্ন ২০ পাউন্ড। তবে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের চড়া মূল্য দিতে হবে ভারত বাংলাদেশ ম্যাচে।

ওই ম্যাচের টিকিটের সর্বোচ্চ মূল্য ২৩৫ পাউন্ড যা বাংলাদেশী টাকায় ২৬ হাজার টাকা। ওই ম্যাচে টিকেটের সর্বনিম্ন মূল্য ৭০ পাউন্ড। আর পাকিস্তান-বাংলাদেশ ম্যাচের টিকিটের মূল্য সর্বোচ্চ ধরা হয়েছে ১২৫ পাউন্ড এবং সর্বনিম্ন ধরা হয়েছে ৪০ পাউন্ড।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন