শিরোনাম

প্রচ্ছদ /   জাতীয় দলের দুই ক্রিকেটার দাঁড়ালেন এবার চামেলীর পাশে

জাতীয় দলের দুই ক্রিকেটার দাঁড়ালেন এবার চামেলীর পাশে

Avatar

মঙ্গলবার, অক্টোবর ৩০, ২০১৮

প্রিন্ট করুন

একসময় সালমা-পান্নাদের সাথে একসাথে ক্রিকেট খেলতেন চামেলী। কিন্তু অসুস্থতার কারণে এবার সেই চামেলী ক্রিকেট খেলতে পারছেন না। ২০১১ সালেই ছেড়ে দিয়েছেন ক্রিকেট।

তবে তাকে এবার চিকিৎসার জন্য অর্থ দিতে যাচ্ছেন সাকিব-মোস্তাফিজ। এই ব্যাপারে তিনি বলেন ,’ “একটু আগে সাকিব আল হাসান ফোন দিল, কাল পরশুর মধ্যে সাহায্য করবেন বলে আশ্বাস দিয়েছেন। মুস্তাফিজুর রহমান আমার সাথে কথা বলেননি। তিনি অন্য একজনকে দিয়ে কথা বলেছেন। তিনিও সাহায্য করবেন বলেছেন। তাদের ধন্যবাদ। এছাড়া ফাহিম স্যারকেও ধন্যবাদ। তিনিও পাশে দাঁড়িয়েছেন।

তিনি আরো বলেন ,’ দেখুন, আমি অনেক অসুস্থ। আমার বাবা-মা আছে। আমি একটা সরকারি চাকরি করি। আনসার-ভিডিপিতে। আমার বাবা-আমা আমার ওপর নির্ভরশীল। আপনাদের সবার কাছে অনুরোধ, আমার প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিন।”

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন