ইংল্যান্ড ক্রিকেট বিশ্বের এক নম্বর দল। এই সাফল্যের মূলে রয়েছে তাঁদের শক্তিশালী ব্যাটিং লাইন আপ। এক থেকে নয় নম্বরে ব্যাটিং করা প্রায় সকলেই দলের প্রয়োজনে নিয়মিত রান করছেন। বাংলাদেশ দলের প্রধান কোচ স্টিভ রোডসেরও লক্ষ্য, সে রকমই একটি দল হিসেবে টাইগারদের গড়ে তোলা। সাংবাদিকদের সামনে ইংলিশদের উদাহরণ টেনে রোডস বলেন, ‘ইংল্যান্ডের অনেক বড় ব্যাটিং লাইন আপ রয়েছে, এমনকি ৯ এবং ১০ নম্বরেও।’
বাংলাদেশ দলে সাত থেকে নিচের দিকে ইংলিশ দলের মতো ঐ রকম ব্যাটসম্যান নেই বললেই চলে। কিন্তু দলের ব্যাটিং লাইন আপের নিচের দিকের এই পজিশনের গুরুত্ব বুঝেন টাইগার কোচ রোডস। তাঁর মতে, ভাল দল হতে হলে এই জায়গা গুলো পরিপূর্ণ করতে হবে। বিশেষ করে রান তাড়া করার ক্ষেত্রে এই জায়গাগুলোর গুরুত্ব অপরিসীম রোডসের চোখে।
‘আমি মনে করি ৭ নাম্বার পজিশনটি অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ একটি ভাল ক্রিকেট দলের জন্য। এটি অনেক বড় একটি মানসিক ব্যাপার যদি আমরা একজন ব্যাটসম্যান চলে যাওয়ার পর আরেকজনকে পাই। এর মানে আরও দাঁড়ায় যে আপনি রান ভালভাবে তাড়া করতে পারবেন,’ মিরপুরে ক্রিকেটারদের নিয়ে অনুশীলনের ফাঁকে সাংবাদিকদের বলেছিলেন প্রধান কোচ।”
বাংলাদেশ দলে ব্যাটসম্যান বলতে ৭ নমম্বর পজিশন পর্যন্তই। তারপর হয়তো মাশরাফি মাঝে মধ্যে চমক দেখান, কিন্তু পরের তিনটি আসন ফাকা। যদি নিয়মিত ৯ জনকে দিয়ে ব্যাটিং করাতে চান অর্থাৎ একাদশের ৯জনই ব্যাটিং পাড়ে এমনটা নিশ্চিত করতে চান তাহলে রুবেল মুস্তাফিজদেরও ব্যাটিং নিয়ে হয়তো অনুশীলন করাবেন কোচ।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন