শিরোনাম

প্রচ্ছদ /   এত ভাল খেলার পরেও আমাদেরকে বারবার বঞ্চিত করে বিসিবি

এত ভাল খেলার পরেও আমাদেরকে বারবার বঞ্চিত করে বিসিবি

Avatar

শনিবার, অক্টোবর ২০, ২০১৮

প্রিন্ট করুন

ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের পরও জাতীয় দলে সুযোগ না দেওয়ায় বারবার বঞ্চিত করা হচ্ছে বলে মনে করছেন বাংলাদেশি ক্রিকেটার তুষার ইমরান।সম্প্রতি দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক কালের কণ্ঠকে এমনটাই জানান তিনি।

দেশের ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ রান স্কোরার বনেছেন আগেই। এবার নিজেকেও ছাড়িয়ে যাচ্ছেন দিনকে দিন। গত মৌসুমে দশ হাজারি ক্লাবে নাম লেখানোর পর এবার প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে প্রথম-শ্রেণির ক্রিকেটে এগারো হাজার রান করার গৌরব অর্জন করেছেন তিনি।

কিন্তু ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভালো এই পারফরম্যান্সের মূল্যায়ন পাচ্ছেন না তুষার। বিভিন্ন অজুহাতে বারবার তাকে জাতীয় দলে ব্রাত্য রেখেছেন নির্বাচকরা। আর এতে তাকে বঞ্চিত করা হচ্ছে বলে অভিমত ৩৪ বছর বয়সী এই ডানহাতি ব্যাটসম্যানের।

নিজেকে জাতীয় দলে দেখতে চান জানিয়ে তুষার বলেন, ‘আমাকে বারবার বঞ্চিত করা হয়। বিভিন্ন গণমাধ্যমে নির্বাচকদের যে কথাবার্তা শুনি, তাতে খুব কষ্ট লাগে। উনারা মনে করেন, দেশকে আমার কিছু দেবার নেই।’

ছবিঃদশ হাজার রান করার পর পেয়েছিলেন সম্মাননা

আর কদিন পরই পূর্ণ করবেন ৩৫টি বসন্ত। তবে এখনও দেশকে নিজের অনেককিছু দেওয়ার আছে বলে মনে করেন তুষার। আর এতে নিজে তো বটেও, দল বা দেশও বঞ্চিত হয়েছে বলে মনে করেন তিনি, ‘আমি মনে করি, দেশকে আমার অনেক কিছু দেবার ছিল, এখনও আছে—কিন্তু কয়েকজন ব্যক্তির জন্য তা পারিনি। এতে আমি যেমন বঞ্চিত হয়েছি, তেমনি দেশও তো বঞ্চিত হয়েছে, নাকি।’

ক্ষুব্ধ তুষার তাই প্রশ্ন তুলেছেন ঘরোয়া ক্রিকেটের কার্যকারিতা নিয়েও। তিনি বলেন, ‘তাহলে এনসিএল, বিসিএল এগুলো বন্ধ করে দিক। আমরা যারা জাতীয় দলে নেই, তারা কোথায় রান করব, বলেন? আমাদের তো এখানেই রান করতে হবে। প্রথম ইনিংস, দ্বিতীয় ইনিংস- গত কয়েক বছরের যত পরিসংখ্যানই দেখেন। তার পরও এই অবহেলা আমার প্রাপ্য নয়।’

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন