শিরোনাম

প্রচ্ছদ /   বিতর্কিত রড টাকার আবার বাংলাদেশ জিম্বাবুয়ের আম্পায়ার হবার কারণ জেনে নিন

বিতর্কিত রড টাকার আবার বাংলাদেশ জিম্বাবুয়ের আম্পায়ার হবার কারণ জেনে নিন

Avatar

শনিবার, অক্টোবর ২০, ২০১৮

প্রিন্ট করুন

সাম্প্রতিক সময়ে ম্যাচে বাংলাদেশের মাথা ব্যথার নাম হয়ে দাড়িয়েছে আ্ম্পায়ার। আম্পায়ারদের কারনে বেশ কিছু ম্যাচে হারতে হয়েছে বাংলাদেশকে। তাই এখন কোন ম্যাচে বাংলাদেশ মাঠে নামলে টাইগার ভক্তরা খোজনেন ম্যাচে আম্পায়ারের দায়িত্বে কে আছে।এবারের বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য আম্পায়ারদের নাম ঘোষনা করেছে বিসিবি। আগামীকাল অনুষ্ঠিত হবে দুই দলের প্রথম ম্যাচ।

এ ম্যাচে প্রধান আম্পায়ারের দায়িত্ব পালন করবেন শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা এবং বাংলাদেশের এসআইএস সৈকত। টিভি আম্পায়ারের দায়িত্বে থাকবেন অস্ট্রেলিয়ার রড টাকার। চতুর্থ আম্পায়ারের কাজটি করবেন বাংলাদেশের মাসুদুর রহমান মুকুল। এছাড়া ম্যাচ রেফারির দায়িত্বটি পালন করবেন অস্ট্রেলিয়ার ডেভিড বুন।

সিরিজের দ্বিতীয় ম্যাচে আম্পায়ারের দায়িত্বে থাকবেন রড টাকার এবং মাসুদুর রহমান মুকুল। টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করবেন কুমার ধর্মসেনা। চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন এসআইএস সৈকত। আর ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন ডেভিড বুন।শেষ ম্যাচে প্রধান আম্পায়ার থাকবেন কুমার ধর্মসেনা এবং মাসুদুর রহমান মুকুল। টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করবেন রড টাকার। চতুর্থ আম্পায়ার হিসেবে দায়িত্বে থাকবেন এসআইএস সৈকত।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন