শিরোনাম

প্রচ্ছদ /   ভলিবল থেকে জাতীয় ক্রিকেট দলে পড়ূন এই টাইগারের করুণ ইতিহাস

ভলিবল থেকে জাতীয় ক্রিকেট দলে পড়ূন এই টাইগারের করুণ ইতিহাস

Avatar

শুক্রবার, অক্টোবর ১৯, ২০১৮

প্রিন্ট করুন

জিম্বাবুয়ের বিপক্ষে মূল সিরিজ শুরুর আগে আজ সাভারের বিকেএসপিতে এক প্রস্তুতি ম্যাচ খেলেছে বিসিবি একাদশ। দাপুটে জয় পেয়েছে সৌম্য সরকারের দল। দলের এমন পারফরম্যান্সে বেজায় খুশি প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। এইচপি দলে থাকা ক্রিকেটার এবাদত হোসেন পারফর্ম করাতে আরো খুশি তিনি।

ম্যাচ শেষের পর সংবাদমাধ্যমের সামনে এসে প্রতিক্রিয়া জানাতে মিনহাজুল আবেদিন বলেন, ‘যেহেতু প্র্যাকটিস ম্যাচ। জয় দিয়ে এখানে শুরু হওয়াটা প্লাস পয়েন্ট। এখানে ভালো পারফরম্যান্স (বড় জয়) নিঃসন্দেহে মূল সিরিজে বুস্ট আপ করবে। সৌম্য সরকার ট্রেমেন্ডাস পারফরম্যান্স করেছে। আর্লি মর্নিংয়ে এবাদতের বোলিং ওয়াজ ইম্প্রেসিভ।’

‘ ও (এবাদত হোসেন) খুব ভালো বোলিং করেছে। ওকে আমরা এইচপিতে (হাই পারফরম্যান্স টিম) গত দুই বছর ধরে নার্সিং করছি। তো অনেকদিন পর ওকে ওডিআই তে আমরা ইনক্লুড করেছি। লংগার ভার্সনের জন্য ওকে রেডি করছিলাম। ওভারঅল দেখে খুব ভালো লেগেছে। আমাদের এইচপির খেলোয়াড়রা ভালো একটা অবস্থানে আছে এটা দেখতে ভালো লেগেছে।’

ছবি সূত্রঃ বিসিবি

ক্রিকেটে আসার আগে এবাদত হোসেন বাংলাদেশ এয়ার ফোর্সে ২০১২ সালে যোগ দিয়েছিলেন ভলিবল প্লেয়ার হিসাবে। ২০১৬ সালে পেসার হান্টের মাধ্যমে ক্রিকেটে আসেন তিনি। কোচদের নজরে আসা এবাদত হোসেন জায়গা পান বিসিবির হাই পারফরম্যান্স স্কোয়াডে। এখন অব্দি ১২ টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন এবাদত, লিস্ট-এ ম্যাচ খেলেছেন ৫ টি। ২৫ ছুঁইছুঁই এবাদত উইকেট পেয়েছেন যথাক্রমে ৩৩ ও ৩। গেলবছরের বিপিএলে রংপুরের হয়ে ১ ম্যাচ খেলে পেয়েছিলেন ২ উইকেট।

৩ উইকেট পাওয়া সাইফুদ্দিনের পারফরম্যান্সেও মন ভরেছে নান্নুর, ‘সাইফুদ্দিন আমাদের কারেন্ট স্কোয়াডে আছে। সেও বেশ ভালো করেছে। ওভারঅল সবার পারফরম্যান্স ও টিম পারফরম্যান্স এক্সিলেন্ট। তাঁর কারণেই এই জয়টা এসেছে। আমার বিশ্বাস, আমাদের ইয়াংস্টাররা যদি এভাবে কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে থাকে ইন শা আল্লাহ সবার জন্যই প্ল্যাটফর্ম ওপেন হয়ে যাবে।’

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন