শিরোনাম

প্রচ্ছদ /   সৌম্যর ব্যাটিং নিয়ে একি বললেন নান্নু

সৌম্যর ব্যাটিং নিয়ে একি বললেন নান্নু

Avatar

শুক্রবার, অক্টোবর ১৯, ২০১৮

প্রিন্ট করুন

স্কোয়াডের বাইরে থাকলেও নির্বাচকদের নজরেই আছেন জাতীয় দলের ক্রিকেটার সৌম্য সরকার। এমনটাই জানিয়েছেন, বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড দল নির্বাচনের ক্ষেত্রে একটা নিয়মের মধ্যে দিয়ে এগোচ্ছে যেকারণে জিম্বাবুয়ে সিরিজে অনেক খেলোয়াড়কে পরখ করে দেখতে চাইছেন নির্বাচকরা। জিম্বাবুয়ের বিপক্ষে বিসিবি একাদশের জয়ের পর নান্নু বলেন,

‘সৌম্য আমাদের চোখের আড়াল হয়নি। ও তো আমাদের ৩০ জনের পুলের মধ্যেই আছে। আমরা একটা প্রসেসের মধ্যে আছি। এই জিম্বাবুয়ে সিরিজের স্কোয়াডে আমাদের কিছু খেলোয়াড়কে দেখতে হচ্ছে।’

সেই সঙ্গে প্রধান নির্বাচক আরও জানিয়ে দেন, দরকার পড়লে সৌম্যকে দলে অবশ্যই ডাকা হবে। একটা সিরিজের জন্য কেউ দল থেকে বাদ পড়েছে বলে যে তাকে আর দলে নেয়া হবেনা বিষয়টিকে ভুল বলেও জানিয়ে দেন তিনি।

বাংলাদেশ দলের ৩০ জনের পুলের মধ্যে সৌম্য আছেন। দরকার পড়লেই তাকে সুযোগ দেয়া হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন নান্নু। আপাতত জাতীয় দলের বাইরে থেকেই সৌম্য সরকারকে পরখ করে দেখতে চাইছেন তাঁরা।

‘সৌম্য সরকারকে যদি দরকার হয়, সবসময় বলি দেশের জন্য কাউকে দরকার হলে তাঁকে সবসময় নেয়া হবে। এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই।

এমন না যে, আমরা একটা প্লেয়ারকে বাদ দিয়ে দিয়েছি বলে ওকে আর ডাকা হবে না। ৩০ জন প্লেয়ার পুলের মধ্যে আছে, যাকে যখন দরকার হবে তখন দেখবেন তাকেই আমরা সুযোগ দিচ্ছি।’

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন