শিরোনাম

প্রচ্ছদ /   মাশরাফিকে নিয়ে মুশফিকের মন্তব্যে তুলপার ক্রিকেট পাড়ায়

মাশরাফিকে নিয়ে মুশফিকের মন্তব্যে তুলপার ক্রিকেট পাড়ায়

Avatar

বৃহস্পতিবার, অক্টোবর ১৮, ২০১৮

প্রিন্ট করুন

বিশ্ব পরিভ্রমণের অংশ হিসেবে বাংলাদেশে এসেছে আইসিসি-২০১৯ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ট্রফি। বুধবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি একাডেমির সামনে রাখা হয় ট্রফিটি।

এর সঙ্গে দুপুরে ছবি তোলেন বাংলাদেশ দলের খেলোয়াড়েরা। সবার আগে আসেন মুশফিকুর রহিম। তার পিছু পিছু আসেন তরুণ খেলোয়াড়েরা। সেই তালিকায় ছিলেন আরিফুল হক, নাজমুল ইসলাম অপু, আবু হায়দার রনি, মেহেদী হাসান মিরাজ। একে একে প্রায় সবাই আসেন বিশ্বকাপ ট্রফির কাছে। এক পর্যায়ে সেটির সঙ্গে সবাই ছবি তোলেন।

কিন্তু যার নেতৃত্বে বিশ্বকাপে খেলতে যাওয়ার কথা, সেই মাশরাফি বিন মুর্তজা আসেননি। তিনি কোথায়? সাংবাদিকদের এ প্রশ্ন ছোড়া মাত্রই রসিকতার সুরে মুশফিকের উত্তর-মাশরাফি ভাই ভাবছেন, কীভাবে কাপটা নেবেন!

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন