জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের জন্য দল ঘোষণা করে বিসিবি। সেই দলে দেখা যায় এক অচেনা নামকে। এক অচেনা নাম দেখা যাওয়া ‘মোর্শেদুল আখতার’ যাকে িকিনা আগে কখনোই দেখা যায়নি।
তবে এই ব্যাপারে ব্যাখা দিয়েছেন বিসিবি নির্বাচক নান্নু। এই ব্যাপারে তিনি বলেন ,’ পুরো বিষয়টিই একটি ‘অনাকাঙ্ক্ষিত ভুল’। আসলে মোর্শেদুল আখতার নয়, বিসিবি একাদশের জন্য খেলার জন্য তারা নির্বাচন করেছেন মোহর শেখকে।
অবশ্য মোহর শেখের নাম শুনেও চোখ কপালে তুলতে পারেন অনেকেই। কারণ এই নামেও যে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে তেমন কারও নামডাক ইতিপূর্বে শোনা যায়নি। অবশ্য তা না শোনা যাওয়ারই কথা।
কারণ এখন পর্যন্ত মোহর শেখের নামের পাশে রয়েছে কেবল একটি প্রথম শ্রেণীর ম্যাচ খেলার অভিজ্ঞতা। তবে কোন হিসেবে তাকে দলে নেওয়া হয়? তবে এক সুত্র থেকে জানা যায় মোহরের গতিবেগ ঘন্টায় ১৩০কিমি হওয়ায় তিনি নিয়মিত দলের হয়ে খেলার সুযোগ পেলেন।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন