শিরোনাম

প্রচ্ছদ /   শুধুমাত্র মাশরাফির কথাতে আফ্রিকার বিধ্বংসী ব্যাটসম্যানকে দলে ভিড়াল রংপুর রাইডার্স

শুধুমাত্র মাশরাফির কথাতে আফ্রিকার বিধ্বংসী ব্যাটসম্যানকে দলে ভিড়াল রংপুর রাইডার্স

Avatar

বুধবার, অক্টোবর ১৭, ২০১৮

প্রিন্ট করুন

আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের সংস্করন থেকে ইতোমধ্যেই অবসর নিয়ে জানিয়ে দিয়েছেন দেশের জার্সি গায়ে আর মাঠে নামবেন না এবি ডি ভিলিয়ার্স। তবে দেশের হয়ে না খেললেও আবারো দেশের ত্রিকেটে ফেরার কথা নিশ্চিত করেছেন তিনি।আগামী নভেম্বরে প্রথমবারের মতো শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রকার টি-টোয়েন্টি লিগ এমজানসি সুপার লিগ মারকিউ খেলোয়াড়দের নাম ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড। যেখানে নাম লিখেয়েছেন ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ছয় ক্রিকেটারের নাম প্রকাশ করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। যেখানে এবি ডি ভিলিয়ার্স ছাড়াও আছেন ফাফ ডু প্লেসিস, হাশিম আমলা, জে পি ডুমিনি, ইমরান তাহির ও কাগিসো রাবাদা। মারকিউ ক্যাটগারিতে থাকা এই ক্রিকেটাররা ফ্র্যাঞ্চাইজি দলগুলের হয়ে প্রতিনিধিত্ব করবেন।

১৬ নভেম্বর থেকে শুরু হয়ে লিগ শেষ হবে ১৬ ডিসেম্বর। এর আগে বুধবার (১৭ অক্টোবর) লিগের প্লেয়ারর্স ড্রাফট অনুষ্ঠিত হবে।টি-টোয়েন্টির বিধ্বংসী ব্যাটসম্যান হিসেবে পরিচিত ডি ভিলিয়ার্সকে এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের আসরে আনতে যাচ্ছে রংপুর রাইডার্স।তবে তার প্রাইজ মুল্য এখনো নির্ধারন করা হয় নি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন