ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে জয়ের পর দ্বিতীয় টেস্টে মাঠে নামে ভারত। দ্বিতীয় টেস্টেও জয়ের পথে ভারত। দ্বিতীয় টেস্টে ক্যারিয়ার সেরা পারফর্ম করেছেন পেসার উমেষ যাদব।প্রথম ইনিংসে ৬ উইকেট শিকার করার পর দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ৪ উইকেট। ৪০ টেস্টের ক্যারিয়ারে এই প্রথম এক টেস্টে ১০ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন তিনি।
আর উমেষ যাদবের বোলিং তাণ্ডবেই দ্বিতীয় ইনিংসে উড়ে যায় উইন্ডিজরা। মাত্র ১২৭ রানেই অলআউট হয়ে যায় তারা। যার ফলে জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল মাত্র ৭২ রান।জবাবে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়েই ম্যাচ জিতে নেয় ভারত। ৪৫ বলে ৪ চারে ৩৩ রানে অপরাজিত ছিলেন ওপেনার পৃথ্বী শ এবং ৫৩ বলে ১ চার ও ১ ছয়ে ৩৩ রানেই অপরাজিত ছিলেন আরেক ওপেনার লুকেশ রাহুল।
এদিকে যাদবের ৪ উইকেটের পাশাপাশি ৩ উইকেট নিয়েছেন রবীন্দ্র জাদেজা, ২ উইকেট রবিচন্দ্রন অশ্বিনের এবং ১টি নিয়েছেন কুলদ্বীপ যাদব।
অন্যদিকে উইন্ডিজদের হয়ে সর্বোচ্চ রান করেছেন সুনিল আমব্রিস। ৯৫ বলে ৪ চারে ৩৮ রান করেন তিনি। এছাড়াও ৪২ বলে ২৮ রান করেন সাই হোপ। অন্যদিকে জ্যাসন হোল্ডার ১৯, শেমরন হেতমায়ার ১৭ ও দেবেন্দ্র বিশু ১০ রান করেন।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন