শিরোনাম

প্রচ্ছদ /   সুযোগ পেয়েও বাদ পরার লিস্ট এ আশরাফুল

সুযোগ পেয়েও বাদ পরার লিস্ট এ আশরাফুল

Avatar

সোমবার, অক্টোবর ১৫, ২০১৮

প্রিন্ট করুন

নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবার পর থেকেই মোহাম্মদ আশরাফুলের ওপর নজর ভক্তদের। ভালো পারফরম্যান্স দেখিয়ে আবার জাতীয় দলের হয়ে খেলবেন আশরাফুল এমন স্বপ্নও দেখছেন অনেকে।

সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ন নিজেও এই স্বপ্নের কথা জানিয়েছেন। নিজেকে প্রমাণ করতে বড় একটা মঞ্চ ছিল এনসিএল (ন্যাশনাল ক্রিকেট লিগ)। সেখানে প্রথম দুই ম্যাচে ব্যাটে বলে বলার মতোই পারফর্ম করেছিলেন তিনি। তৃতীয় ম্যাচে এসে ভাগ্য কথা বললো না তাঁর পক্ষে।

আশরাফুলের দল ঢাকা মেট্রো খেলছে এনসিএলের দ্বিতীয় স্তরে। যেখানে প্রথম ম্যাচে সিলেটকে দাপটের সঙ্গে ইনিংস ব্যবধানে (ইনিংস ও ৪১ রানে) হারিয়েছিল ঢাকা মেট্রো। ১ ইনিংসে ব্যাট করার সুযোগ পাওয়া আশরাফুল করেছিলেন ১০৮ বলে ৫৩ রান। ১ম ইনিংসে ১৮ ওভার বল করে ফিরিয়েছিলেন দুই ওপেনারকে।

ছবি সুত্রঃ ইন্টারনেট

দ্বিতীয় ম্যাচে আশরাফুলরা মুখোমুখি হয়েছিল ঢাকা বিভাগের। সেখানে বল হাতে নিয়ে আশরাফুল ঢাকা বিভাগের প্রথম ইনিংসে তুলে নিয়েছিলেন ২ উইকেট। পরে ব্যাট হাতে নিয়ে টানা দুই ফিফটি করার সম্ভাবনা জাগিয়েও হতাশ হয়ে ফেরেন ব্যক্তিগত ৪৯ রানে। ৪৯ রান করতে আশরাফুল খেলেছিলেন ১৩৮ বল।

এনসিএলে ওরকম দাপুটে ব্যাটিং দেখা যায়নি আশরাফুলের কাছ থেকে। ১৪৯* প্রথম শ্রেণির ম্যাচ খেলা আশরাফুল তৃতীয় রাউন্ডের প্রথম ইনিংসে ফিরেছেন শূন্য হাতে। ২০ বল খেলেও রানের খাতা না খুলতে পারা শিকার হয়েছেন দুর্ভাগ্যের। মুমিনুল হকের থ্রোতে রান আউট হন তিনি।

প্রসঙ্গত, বগুড়াতে দ্বিতীয় স্তরের ম্যাচে মুখোমুখি হয়েছে ঢাকা মেট্রো ও চট্টগ্রাম বিভাগ। টসে হেরে আগে ব্যাট করছে ঢাকা মেট্রো। শুরুটা মোটেও ভালো হয়নি ঢাকা মেট্রোর। ১০০ রান তুলতেই সাজঘরে ফিরেছেন চার ব্যাটসম্যান। সাদমান ইসলাম করেন ৩৬ রান, ৫০ রান করে রিটায়ার্ড হার্ট হয়েছেন শামসুর রহমান শুভ। আশরাফুলের মতো রানের খাতা না খুলতেই আউট হয়েছেন মেহরাব হোসেন জুনিয়র।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন