জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে সোমবার থেকে শুরু হওয়া অনুশীলন ক্যাম্পে উপস্থিত ছিলেন না পেসার রুবেল হোসেন এবং স্পিনার মেহেদি হাসান মিরাজ। জানা গেছে, দুই জনই জ্বরে আক্রান্ত হয়েছেন। তাই অনুশীলন ক্যাম্পের প্রথম দিন বাকি ক্রিকেটারদের সাথে যোগ দিতে পারেননি।
এদিকে আজ সকাল নয়টা থেকে স্কিল সেশনের মধ্য দিয়ে শুরু হয়েছিল অনুশীলন ক্যাম্পের প্রথম দিন। বিসিবির কোচিং স্টাফদের অধীনে বাংলাদেশ দলের ক্রিকেটাররা এই অনুশীলন শুরু করেছিল।
প্রায় সাড়ে তিন ঘণ্টা স্কিল সেশন শেষে বেলা সাড়ে বারটায় বিরতিতে গিয়েছিল ক্রিকেটাররা। এক ঘণ্টা বিশ্রামের পর দুপুর দেড়টায় আবার অনুশীলনে নামে তাঁরা। দিনের দ্বিতীয় ধাপের এই অনুশীলনে খেলোয়াড়দের শক্তিমত্তা এবং ফিল্ডিং নিয়ে কাজ করানো হয়েছে।
আড়াই ঘণ্টা ফিল্ডিং সেশন শেষে বিকাল তিনটায় প্রথম দিনের প্রস্তুতি শেষ করেছে টাইগাররা। এশিয়া কাপের পর প্রায় দীর্ঘ ১৫ দিনের বিশ্রাম শেষে আজ আবার নিজেদের চাঙ্গা করতে মাঠে মাঠে নামানো হয়েছে জাতীয় দলের ক্রিকেটারদের।
আগামী ২১শে অক্টোবর মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে ম্যাচ দিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শুরু করবে টাইগাররা। এই সিরিজে তিনটি ওয়ানডে এবং দুইটি টেস্ট ম্যাচ খেলবে দুই দল। ১১ই নভেম্বর থেকে শুরু হওয়া দ্বিতীয় টেস্টের মধ্য দিয়ে শেষ হবে জিম্বাবুয়ের বিপক্ষের এই সিরিজ।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন