জিম্বাবুয়ে সিরিজ সামনে রেখে আজ মিরপুরে শুরু হয়েছে টাইগারদের অনুশীলন। সকাল নয়টা থেকে ঘাম ঝরাতে শুরু করেছে টাইগাররা। কেউ জিমে, কেউ ব্যাটিং অনুশীলনে আবার কেউ ফিল্ডিং অনুশীলনে সময় পার করছেন। আবার মাঠে নেমেছে টাইগাররা।
এই সিরিজের জন্য গত ১১ অক্টোবর ১৫ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সিরিজে নতুন মুখ ফজলে রাব্বী। তিনি একজন অলরাউন্ডার। আর দলে ফিরেছেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। ইনজুরির কারণে দলে নেই তামিম ইকবাল ও সাকিব আল হাসান। সৌম্য সরকার, মুমিনুল হক এবং মোসাদ্দেক হোসেন সৈকতেরও এই দলে জায়গা হয়নি।
আগামী ২১ অক্টোবর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ। ২৪ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ম্যাচ। এই ভেন্যুতেই ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে সিরিজের শেষ তথা শেষ ওয়ানডে ম্যাচ।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন