শিরোনাম

প্রচ্ছদ /   ৫ বছর না খেলেও দেশের হয়ে টেস্টে সেঞ্চুরির শীর্ষ তালিকায় আশরাফুল

৫ বছর না খেলেও দেশের হয়ে টেস্টে সেঞ্চুরির শীর্ষ তালিকায় আশরাফুল

Avatar

রবিবার, অক্টোবর ১৪, ২০১৮

প্রিন্ট করুন

৫ বছর না খেলেও দেশের হয়ে টেস্টে সেঞ্চুরির শীর্ষ তালিকায় আশরাফুল! টেস্ট ক্রিকেটে ১৮ বছর পার করেছে বাংলাদেশ। এই পথচলার শুরুটা হয়েছিল ২০০০ সালের ১০ নভেম্বর। ১৮ বছরের এই টেস্ট ইতিহাসে এক স্মরনীয় নাম মোহাম্মদ আশরাফুল। ইতিহাসের সর্বকনিষ্ঠ প্লেয়ার হিসেবে নিজের নাম লেখার পাশাপাশি ফিক্সিংয়ে ৫ বছর না খেললেও দেশের হয়ে টেস্ট ক্রিকেট সর্বোচ্চ সেঞ্চুরির তালিকার শীর্ষ তিনে এখনো রয়েছে তার নাম।

বাংলাদেশের অভিষেক টেস্টে আমিনুল ইসলামের ব্যাট থেকে আসে ১৪৫ রান। তিনি ছিলেন ক্রিকেট ইতিহাসের তৃতীয় ক্রিকেটার, যিনি তাঁর দেশের অভিষেক টেস্টে সেঞ্চুরি করেছিলেন। আমিনুলের ৫৩৫ মিনিটের দীর্ঘ এই ইনিংসে ছিল ১৭টি চারের মার। তিনি বল খেলেছিলেন ৩৮০টি।

আর দেশের টেস্ট ক্রিকেটে অভিষেকের পরের বছরেই ২০০১ সালে দলে অভিষিক্ত হয়ে মোহাম্মদ আশরাফুল টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বকনিষ্ঠ টেস্ট ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করার গৌরব অর্জন করেন। নিষিদ্ধ হওয়ার আগ পর্যন্ত তথা ২০০১ থেকে ২০১৩ সালের মধ্যে তিনি ৬ সেঞ্চুরি হাকান। যা টেস্ট ক্রিকেটে সেঞ্চুরিদে বাংলাদেশী ব্যাটসম্যানদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন