শিরোনাম

প্রচ্ছদ /   মুমিনুলের বাদ পড়া নিয়ে মুখ খুললেন হাবিবুর বাশার

মুমিনুলের বাদ পড়া নিয়ে মুখ খুললেন হাবিবুর বাশার

Avatar

রবিবার, অক্টোবর ১৪, ২০১৮

প্রিন্ট করুন

আসন্ন জিম্বাবুয়ে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। আর এ সিরিজে নতুন করে দলে ডাক পেয়েছেন ফজলে রাব্বি। গত আয়ারল্যান্ড সফরে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ভালো খেলায় তার অভিষেক হতে যাচ্ছে। বাদ পড়েছেন মুমিনুল হক। অথচ সেই আয়ারল্যান্ড সফরে এ দলের হয়ে ১৩৩ বলে ১৮২ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন মুমিনুল হক সৌরভ।

যে কারণে এশিয়া কাপে দুই ম্যাচ সুযোগ পেয়েছিলেন। যদিও প্রত্যাশিত পারফর্ম করতে পারেননি। ফলে আগামী ২০ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল থেকে বাদ পড়ে যান মুমিনুল।

তবে হোম সিরিজে তার বাদ পড়া নিয়ে অন্য কথা বলছেন জাতীয় দলের সহকারী নির্বাচক হাবিবুল বাশার সুমন।সুমন বলেন, ‘মুমিনুলের বাদ পড়া একটু দুর্ভাগ্য বলব। তার জন্য আমার সহানুভূতি আছে। আমি মনে করি তার ওয়ানডে ক্যারিয়ার কখনোই শেষ হয়নি। ওয়ানডেতে তার দেয়ার অনেক কিছুই আছে।

সাবেক কোচ হাথুরুসিংহে মুমিনুলকে টেস্ট স্পেশালিস্ট ব্যাটসম্যান বানিয়ে ফেলেছিন। তবে কোচ পরিবর্তনের পর অনেকেই মনে করেছেন সীমিত ওভারে মুমিনুলের ভাগ্য ফিরবে। কিন্তু সেটা বাস্তবে দেখা যাচ্ছে না। নির্বাচকরাও সীমিত ওভারের ক্রিকেট খেলার সামর্থ্য মুমিনুলের আছে বললেও বাদ পড়ছেন তিনি।

এ নিয়ে হাবিবুর বাশার সুমন বলেন, ‘সামনে আমাদের অনেক সিরিজ আছে। জিম্বাবুয়ের পর ওয়েস্ট ইন্ডিজ, এরপর নিউজিল্যান্ড সিরিজ, তারপর বিশ্বকাপ আছে। আমাদেরকে সেরা কম্বিনেশন ও অভিজ্ঞতার বিচারে দল সাজাতে হয়েছে। মুমিনুল এশিয়া কাপে যেই দুটি ম্যাচ খেলল, আমি বলব দুটি ইনিংস একজন ব্যাটসম্যানের জন্য যথেষ্ট না।’

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন