শিরোনাম

প্রচ্ছদ /   বিপিএলের ষষ্ঠ আসরে যে দলে ডাক পেল মার্টিন গাপটিল

বিপিএলের ষষ্ঠ আসরে যে দলে ডাক পেল মার্টিন গাপটিল

Avatar

শনিবার, অক্টোবর ১৩, ২০১৮

প্রিন্ট করুন

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএল এবারের ষষ্ঠ আসরে সিলেট সিক্সার্সের হয়ে খেলবেন নিউজিল্যান্ডের ওপেনিং ব্যাটসম্যান মার্টিন গাপটিল। আজ শনিবার ১৩ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ রকম তথ্য জানিয়েছে বিপিএল সংক্রান্ত একটি পেজ।

এদিকে চারজন করে ধরে রাখা যাবে আগামী বিপিএলের জন্য। সে অনুযায়ী সিলেট সিক্সার্স এবারের আসরের জন্য ধরে রেখেছে নাসির হোসেন, সাব্বির রহমান ও সোহেল তানভীর।

তাছাড়া দলের আইকন খেলোয়াড় হিসাবে দলে নিয়েছে উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাস। এবার তাদের দলকে আরও শক্তিশালী করতে মার্টিন গাপটিলকে দলে নিল তারা।

জানা যাচ্ছে আগামী ৫ জানুয়ারি পর্দা উঠবে বিপিএলের ষষ্ঠ আসর। তাছাড়া এই আসরের প্লেয়ার্স ড্রাফটের বা নিলামের তারিখ ২৫ অক্টোবরের পরিবর্তে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ২৮ অক্টোবর।

এবং আগামী ২৮ অক্টোবর এই আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে। বিপিলের এবারের আসরে ইনজুরির কারনে খেলতে পাড়বে না বাংলাদেশের অন্যতম ক্রিকেটার সাকিব আল হাসান।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন