শিরোনাম

প্রচ্ছদ /   সবাইকে চমকে দিয়ে সাকিব নিজেই জানালেন মাঠে ফিরবেন তিনি

সবাইকে চমকে দিয়ে সাকিব নিজেই জানালেন মাঠে ফিরবেন তিনি

Avatar

শনিবার, অক্টোবর ১৩, ২০১৮

প্রিন্ট করুন

বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট ও টি-২০ অধিনায়ক এবং বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তার ভক্তদের উদ্দেশ্যে জানিয়েছেন, তিনি খুব শীঘ্রই মাঠে ফিরে দেশের প্রতিনিধিত্ব করবেন।

শুক্রবার (১২ অক্টোবর) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টা ৫৬ মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া স্ট্যাটাসে সাকিব এ কথা জানান।

তিনি লিখেছেন, সমগ্র বাংলাদেশ এবং বিশ্বজুড়ে আমার এত অগণিত এবং দারুণ সব ভক্তদের পেয়ে আমি সত্যিই অভিভূত, আবেগ আপ্লুত এবং সম্মানিত বোধ করছি। আপনাদের এতো এতো ভালবাসা এবং প্রার্থনার জন্য অসংখ্য ধন্যবাদ।

আঙুলের চিকিৎসার কারণে অস্ট্রেলিয়ায় অবস্থান করা সাকিব আরও লিখেছেন, ইন শা আল্লাহ আমি খুব শীঘ্রই মাঠে ফিরবো এবং সম্মানের সাথে প্রাণপ্রিয় দেশের প্রতিনিধিত্ব করবো। আমার পক্ষ থেকে সবার জন্য ভালবাসা রইলো।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন