বছরের ৭০ দিনের মতো বাকি থাকতেই দেশের হয়ে ৩১টি আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়ে গেছে মাহমুদউল্লাহর। তার থেকে একটি ম্যাচ পেছনে মুশফিকুর রহীম, খেলেছেন ৩০টি। চলতি বছর সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা শীর্ষ ১০ ক্রিকেটারের মধ্যে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন এই দুজনই।
এই তালিকায় সবার উপরে ইংল্যান্ডের জনি বেয়ারস্টো আর জস বাটলার। দুজনই খেলেছেন ৩৪টি করে ম্যাচ। তৃতীয় ও চতুর্থ অবস্থানটিও দুই ইংলিশ খেলোয়াড় আদিল রশিদ আর জো রুটের, তারা খেলেছেন ৩৩টি করে ম্যাচ।
সেরা দশের এই তালিকায় নেই ভারতের সেরা দুই ব্যাটসম্যান বিরাট কোহলি আর রোহিত শর্মা। ভারতের হয়ে একমাত্র প্রতিনিধিত্বকারী শেখর ধাওয়ান, ৩২ ম্যাচ খেলে আছেন তালিকার পাঁচ নাম্বারে। তার সঙ্গে যৌথভাবে আছেন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ।
৩১ ম্যাচ খেলে মাহমুদউল্লাহ সাত নাম্বারে, ৩০ ম্যাচে মুশফিক নয়ে। আর মাত্র ২৫ ম্যাচ খেলে সেরা দশের বাইরে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন