অপরাধ করেছিলেন তাই শাস্তি মাথা পেতে নিয়েছেন। দীর্ঘ পাঁচ বছর পর সেই পাপ মচন করে আবারো জাতীয় দলে ফেরার লড়াই চালিয়ে যাচ্ছেন টাইগার দলের সাবেক টেস্ট অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।এই পাঁচ বছরে বাংলাদেশের ক্রিকেট অনেক এগিয়ে গিয়েছে।
এসেছে চোট ও বড় অনেক সাফল্য। এই সব কিছুই দূর থেকে দেখেছেন দর্শক হয়ে। হয়তো তিনিও থাকতে পারতেন টাইগারদের এই সুসময়ের সঙ্গী হতে কিন্তু ফিক্সিংয়ে জড়িয়ে সব কিছুই যেন উলট-পালট হয়ে গিয়েছে তাঁর।
সেই সব ভুলে ক্যারিয়ারের বাকি সময়টুকু জাতীয় দলের হয়ে খেলতে চান দিতে চান অনেক কিছু।সেই স্বপ্ন পূরনের লক্ষে কঠোর অনুশীলন করছেন আশরাফুল। সপ্তাহে পাঁচ দিন জিমে হাড়ভাঙা ঘাম ঝরান। অনুশীলনের জন্য রেখেন নিজস্ব ট্রেইনার।গত আড়াই মাসে ওজন কমিয়েছেন ৮ কেজিরও বেশি। বয়স ৩৫ হলেও এখনো জাতীয় দলের হয়ে ৫-৬ বছর খেলতে চান।
এই বয়সে অনেক খেলোয়াড়রা যখন অবসরের কথা ভাবেন সেখানে জাতীয় দলের হয়ে খেলার কথা ভাবছেন আশরাফুল।জাতীয় দলে খেলা নিয়ে কতটুকু আশাবাদী ? প্রশ্নের জবাবে তিনি বলেন ,অবশ্যই সবাই স্বপ্ন দেখে বাংলাদেশ টিমে খেলার।
যেহেতু লাস্ট পাঁচ বছর আমি বাংলাদেশ দলে নাই। ওই দিন থেকেই আমার স্বপ্ন আমি বাংলাদেশ টিমে খেলবো।তার পরেও প্রত্যেকটা জিনিসের জন্য একটা স্টেপ বাই স্টেপ আছে।এখন আমার সামনে লক্ষ্য ন্যাশনাল লিগ শুরু হবে।ঢাকা মেট্রোর হয়ে ন্যাশনাল লিগ খেলবো।
আমি যেন ভালো খেলতে পারি। লাস্ট সিজেনটা ঢাকা মেট্রোর প্রথম ম্যাচে ১০০ করেছিলাম।পরে ডেঙ্গু হওয়ার কারনে দুইটা ম্যাচ মিস করে ফেলেছিলাম।পরের দুই ম্যাচ বড় ইনিংস খেলতে পারিনি তবে ব্যাটিং ভালো হয়েছিলো। তো এইবার এই কারনে ন্যাশনাল লিগের প্রথম ম্যাচটি যেন ভালো বড় ইনিংস খেলতে পারি। সেই কারনে লাস্ট আড়াই মাস ধরে ট্রেনিং করছি আশিক ভাইকে নিয়ে।
একমাস ঢাকায় করেছি। একমাস ইংল্যান্ডে গিয়ে খেলে এসেছি ম্যাচ প্যাকটিস হয়েছে।তো আমি বিলিভ করি আমি ৮ কেজি ওজন কমিয়েছি লাস্ট আড়াই মাসে।তো মামি বিলিভ করে যে ভালো পারফম্যান্স করলে আমাকে আরেকটা হয়তো বা সুযোগ দিবে ক্রিকেট বোর্ড।এই লক্ষ্য নিয়েই এগোচ্ছি।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন