বাংলাদেশের সেরা পেসার বর্তমানে মুস্তাফিজুর রহমানকেই বলা হয়। ডেথ ওভারে অনায়াসেই বল তুলে দেয়া যায় তার হাতে। সেই সাথে ব্যাটসম্যানদের আনন্দ উড়িয়ে দিতে পারদর্শী মাশরাফি ও রুবেলদের নিয়ে বাংলাদেশের বর্তমান পেস আক্রমন সেরা বোলিং অ্যাটাক বলে মন্তব্য করেছেন সাবেক লঙ্কান কিংবদন্তি পেসার চামিন্দা ভাস।
একটি বেসরকারী টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে বাংলাদেশ নিয়ে নিজের মুগ্ধতার কথা জানান চামিন্দা ভাস।তিনি বলেন, শেষ বল পর্যন্ত লড়াই করার মানসিকতা নিয়ে খেললে ফাইনালে হারের প্রবণতা থেকে বেরিয়ে আসবে বাংলাদেশ। তিনি বিশ্বাস করেন, টাইগারদের এ দলটা যাবে অনেকদূর।
চামিন্দা ভাস এখন কোচিং করাচ্ছেন শ্রীলঙ্কা যুব দলের। দু’বছর আগে গুঞ্জন উঠেছিলো, টাইগারদের বোলিং কোচ হওয়ার। শেষ পর্যন্ত তা হয়নি। আবারো কোনো প্রস্তাব পেলে সানন্দে গ্রহণ করার ইচ্ছে কিংবদন্তি পেসারের।
তিনি বলেন, কোথায় আছি সেটা কোন বিষয় নয়। ভবিষ্যতে যদি বাংলাদেশের সাথে কাজ করার সুযোগ পাই তাহলে সানন্দে গ্রহন করব। আমার সেরাটা দেয়ার চেষ্টা করব। গড়ে তোলার চেষ্টা করবো তাদেরকে যারা বাংলাদেশের হয়ে ভালো করতে চায়।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন