নিষেদাজ্ঞা থেকে ফিরে নিজের ঝলক দেখিয়েই যাচ্ছেন আশরাফুল। কখনো ব্যাট হাতে আবার কখনো বল হাতে। এবার জাতীয় ক্রিকেট লিগে গতকাল থেকে শুরু হওয়া ম্যাচেও দেখালেন চমক।
এশিয়া কাপের পর জাতীয় ক্রিকেট লীগের প্রথম ম্যাচে ব্যাট হাতে দারুন অর্ধশতক করেছিলেন আশরাফুল। এরপর বল হাতেও সফল ছিলেন তিনি। উইকেট নিয়েছেন প্রতিপক্ষের। তার কারনেই শুরুতেই চাপে পড়েছিল প্রতিপক্ষ দলটি।
এবার দ্বিতীয় ম্যাচেও প্রতিপক্ষকে অল্প রানে গুটিয়ে রাখতে দারুন ভূমিকা রাখেন সাবেক টাইগার অধিনায়ক। বল হাতে ১২ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ২টি উইকেট নেন তিনি। এখন প্রায় প্রতি ম্যাচেই আশরাফুল লেগ ব্রেক বোলিং করে থাকেন এবং উইকেটও পান।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন