টাইগার উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম অনুশীলনের সময় পাঁজরে ব্যথা পেয়েছিলেন। শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের প্রথম ম্যাচের আগে মুশফিকের ইনজুরি বড় ধাক্কা হতে পারত দলের জন্য। কিন্তু তাঁর ইঞ্জুরি নিয়ে খেলছেন তিনি।
এদিকে এশিয়া কাপ শেষে চিন্তার কারণ হয়ে দারিয়েছিল মুশফিকের ইনজুরি। ধীরে হলেও পাঁজরের ব্যথা কাটিয়ে উঠতে শুরু করেছেন মুশফিকুর রহিম। বাংলাদেশের অন্যতম ব্যাটিং ভরসা জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন সিরিজের সবগুলো ম্যাচে খেলার ব্যাপারে আশাবাদী। এশিয়া কাপের ফাইনালে ভালো শুরুর পরও, অসময়ে নিজের আউট নিয়ে আক্ষেপ আছে তাঁর।
মুশফিকুর রহিম বলেন, ‘আশা করছি কাল পরশুর মধ্যে ইনশা আল্লাহ ব্যাটিংটা স্টার্ট করতে পারব। সার্জারির কিছু লাগবে না। আশা করছি ভালো ভাবেই সেরে যাচ্ছে।’ তিনি আরো বলেন, ‘যেকোনো ইনজুরি থেকেই ব্যাক করেন না কেন শতভাগ ফ্রেশ হয়ে আপনি নামতে পারবেন না।’
মুশফিক বলেন, ‘যেহেতু কিপিং করি তাহলে ডাইভ দিলে চিন্তা থাকবে, সেটাও পরামর্শ করে দেখব। তবে ব্যাটিংয়ে আমার কোনো সমস্যা হয় না।’সঙ্গে চলছে জিম। যেখানে ফিট থাকার আপ্রাণ চেষ্টা। আসন্ন সিরিজের আগে সেরা ওঠাই মূল মন্ত্র মুশফিকের।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন