এরই মধ্যে শেষ হয়েছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপের শিরোপা জিতে নেয় ভারত। টুর্নামেন্টে ব্যাটসম্যানদের পাশাপাশি দারুণ পারফরম্যান্স করেছে ভারতীয় বোলাররা। যার ফলে টুর্নামেন্টের সেরা পাঁচ বোলারের তালিকার প্রথম দুটি স্থানই দখল করেছে ভারতীয় দুই বোলার।
এশিয়া কাপের এবারের আসরে তিন ম্যাচ খেলে সর্বোচ্চ ১১ উইকেট শিকার করেছেন ভারতীয় দলের বাঁহাতি স্পিনার হার্শ ত্যাগী। ৩.৯৬ ইকোনমিতে বোলিং করেছেন তিনি। ভারতের শিরোপা জয়ে দারূণ অবদান রেখেছেন তিনি। ফাইনালে ৬ উইকেট শিকার করেছেন তিনি।
তিন ম্যাচে ৯ উইকেট শিকার করে এ তালিকায় দ্বিতীয় স্থানে আছেন আরেক ভারতীয় বাঁহাতি স্পিনার সিদ্ধার্থ দেশাই। ৪.১৩ ইকোনমিতে বোলিং করেছেন তিনি। চার ম্যাচে ৮ উইকেট শিকার করে এ তালিকায় তৃতীয় স্থানে আছেন বাংলাদেশী লেগ স্পিনার রিশাদ হোসেন। প্রায় ৪ ইকোনমিতে বোলিং করেছেন তিনি।
এরপরেই রয়েছেন শরিফুল ইসলাম। সমসংখ্যক উইকেট নিয়ে চতুর্থ স্থানে আছেন তিনি। ২.৪৬ ইকোনমিতে বোলিং করেছেন তিনি। এই তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন শ্রীলঙ্কান ডানহাতি স্পিনার কালহারা সেনারত্নে। পাঁচ ম্যাচে ৮ উইকেট শিকার করেছেন তিনি। ৩.৭৫ ইকোনমিতে বোলিং করেছেন তিনি।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন