আর মাত্র ২ সপ্তাহ। আগামী ২১ অক্টোবর থেকে শুরু হচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।শক্তির বিচারে এখন জিম্বাবুয়ে থেকে অনেক এগিয়ে রয়েছে বাংলাদেশ দল। এখন পর্যন্ত এই দুই দল একে অন্যের বিপক্ষে মোট ৬৯ টি ওয়ানডে ম্যাচ খেলেছে। যার মধ্যে জয় পাল্লা ভারী বাংলাদেশের ই।
৪১ টি ম্যাচ জয়ের পাশাপাশি জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ ম্যাচ হেরেছে ২৮ টি। তবে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ সর্বশেষ ম্যাচ হেরেছে ২০১৩ সালে জিম্বাবুয়ের মাটিতে। আর দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ সর্বশেষ হেরেছে সেই ২০১০ সালে। দুই দলের মধ্যে সর্ব শেষ দশ ম্যাচ এর ১০ টি তে জয়লাভ করেছে বাংলাদেশ দল।
এক সময়ে এই জিম্বাবুয়ে ছিল বাংলাদেশের কাছে সবচেয়ে বড় প্রতিপক্ষ। ১৯৯৭ সালে নাইরোবিতে সর্বপ্রথম জিম্বাবুয়ের মুখোমুখি হয় বাংলাদেশ দল। জিম্বাবুয়ের বিপক্ষে টানা ১০ ম্যাচ হারের পর ২০০৪ সালে জিম্বাবুয়ের মাটিতে সর্বপ্রথম তাদের বিপক্ষে জয় লাভ করে বাংলাদেশ দল।
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ সর্বপ্রথম ওয়ানডে সিরিজ জয় লাভ করে ২০০৫ সালে হাবিবুল বাশারের নেতৃত্বে। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে জয়লাভ করে সিরিজে ২-০ তে এগিয়ে যায় জিম্বাবুয়ে। তবে এর পরেই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ দল। পর পর তিন ম্যাচে জয়লাভ করে ইতিহাস রচনা করে বাংলাদেশ। এরপর থেকেই শুরু হলো জিম্বাবুয়েকে হারানো।
মাঝেমধ্যে জিম্বাবুয়ের বিপক্ষে দুই একটি ম্যাচ হারলেও দেশের মাটিতে টানা আট বছর অপরাজিত বাংলাদেশ। আর সর্বশেষ পাঁচ বছর আগে জিম্বাবুয়ের বিপক্ষে হেরেছিল বাংলাদেশ। এক সময় বাংলাদেশ থেকে অনেক শক্তিশালী থাকা জিম্বাবুয়ে দল কে হারানোর অভ্যাসে পরিণত করেছিল ওই সময়ের ওপেনার ব্যাটসম্যান শাহরিয়ার নাফিস এবং বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
তাদের দুর্দান্ত ব্যাটিংয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয় লাভ করে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে সর্বোচ্চ তিনটি করে সেঞ্চুরি করেছেন সাকিব আল হাসান এবং শাহরিয়ার নাফিস। আর এই দুই দলের মধ্যে ব্যাটিং এভারেজ এ সবার উপরে রয়েছেন শাহরিয়ার নাফিস।
জিম্বাবুয়ের বিপক্ষে শাহরিয়ার নাফিসের ব্যাটিং গড় ৫৫.৫০ রান। ১৭ ম্যাচে ১৭ ইনিংসে ৩ টি সেঞ্চুরি এবং তিনটি হাফ সেঞ্চুরিসহ জিম্বাবুয়ের বিপক্ষে শাহরিয়ার নাফিস করেছেন ৭৭৭ রান। ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাক-টু-ব্যাক সেঞ্চুরি করেন এই ওপেনার।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন