শিরোনাম

প্রচ্ছদ /   জয়ের কাছাকাছি টাইগ্রেসরা দেখে নিন জয় পেতে কত রান লাগে

জয়ের কাছাকাছি টাইগ্রেসরা দেখে নিন জয় পেতে কত রান লাগে

Avatar

সোমবার, অক্টোবর ৮, ২০১৮

প্রিন্ট করুন

স্কোরঃ

পাকিস্তান ৯৪ অল আউট, ৩৫ ওভার (জাভেরিয়া খান ২৯), (খাদিজা তুল কুবরা ২০/৬)

বাংলাদেশ ৫৫/২, ২০ ওভার

টি-টুয়েন্টি সিরিজে ব্যর্থ হওয়ার পর এবার এক মাত্র ওয়ানডে ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ দল। তবে ওয়ানডেতে দেখা গিয়েছে ভিন্ন এক বাংলাদেশকে। টি-টুয়েন্টি সিরিজে পাকিস্তানের কাছে পাত্তা না পাওয়া টাইগ্রেসরা এদিন সফরকারীদের দাঁড়াতেই দেয়নি।

বাংলাদেশের হয়ে এদিন বল হাতে আলো ছড়িয়েছেন অফ স্পিনার খাদিজা তুল কুবরা। তাঁর ঘূর্ণিতে পাকিস্তান অল আউট হয়েছে মাত্র ৯৪ রানে, কুবরার শিকার ২০ রান দিয়ে ৬ উইকেট।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন