শিরোনাম

প্রচ্ছদ /   দুই বছরের জন্য নিষিদ্ধ হলেন মুস্তাফিজ

দুই বছরের জন্য নিষিদ্ধ হলেন মুস্তাফিজ

Avatar

সোমবার, অক্টোবর ৮, ২০১৮

প্রিন্ট করুন

মুস্তাফিজ প্রতিবার বিদেশী লিগ খেলতে যাবে আর ইনজুড়ি নিয়ে দেশে ফিরবে সেটা হতে পারেনা। সে বিদেশী লিগ খেলতে গিয়ে ইনজুড়িতে পড়ে আর জাতীয় দলকে ঠিকমত সার্ভিস দিতে পারেনা। উল্টো বিদেশী লিগ খেলতে গিয়ে ইনজুড়িতে পড়ে আর এসবের চিকিৎসার দায়িত্ব নেয় বোর্ড। কিন্তু সুস্থ হয়ে আবার একই কাজ। এভাবে চলতে দেয়া যায় না। এর একটা বিহিত করতে হবে।

গেল আইপিএল শেষে এভাবেই মুস্তাফিজের ইনজুড়ি ও বিদেশী লিগ খেলা নিয়ে কথা বলেছিলেন বিসিবি সভাপতি পাপন। এবার সেই কথাই কার্যকর করলেন তিনি। মুস্তাফিজকে আগামী ২ বছর বিদেশী লিগ খেলার পথ বন্ধ করে দিয়েছেন তিনি।গতকাল সন্ধ্যায় পাপন বলেন, আমি মুস্তাফিজকে বলে দিয়েছি, আগামী ২ বছর সে বিদেশী কোন লিগ খেলতে পারবে না।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন