এশিয়া কাপে বাঁহাতের কবজিতে চোট পেয়েছেন টাইগার ওপেনার তামিম ইকবাল। আর অলরাউন্ডার সাকিব আল হাসান আঙ্গুলের পুরনো চোটে লম্বা সময়ের জন্য ছিটকে গেছেন মাঠের বাইরে। এ ছাড়া ওয়ানডে দলপতি মাশরাফি বিন মর্তুজা আঙ্গুল ও উরুর চোটে ভুগছেন। মুশফিকের পাঁজরের চোটের অবস্থাও খুব বেশি ভালো না।
ফলে বড় চিন্তার মধ্যে পড়তে হচ্ছে বিসিবিকে।এ দিকে শুধু জাতীয় দল নয় এইচপি ও বয়সভিত্তিক দলের ক্রিকেটারদের ইনজুরি নিয়েও সতর্ক বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন সুজন।
তিনি বলেন, ‘ইনজুরি ম্যানেজমেন্ট নিয়ে সবসময় চিন্তা করে ক্রিকেট বোর্ড। এইসব দেখার জন্য আমাদের আলাদা বিভাগ রয়েছে, ফিজিওরা আছেন। এটা নিয়ে কাজ করছেন। শুধু মাত্র জাতীয় দল নয়, এইচপি ও এইজ গ্রুপের যে সব ক্রিকেটার রয়েছে, তাদেরকে নিয়ে একটা পরিকল্পনা মেনেই কাজ করা হয়।’
এগুলো নিয়ে নির্বাচকদের আলাদা পরিকল্পনা আছে জানিয়ে নিজামউদ্দিন বলেন, ‘নির্বাচকরা এইসব নিয়ে কথা বলবে। নির্বাচকদের তাদের নিজেদের পরিকল্পনা আছে। আমরা এই জন্য আমাদের জাতীয় লীগে খেলা অনেক ক্রিকেটারকে এনওসি দেই নি। আমাদের অনেক কিছুই বিবেচনা করতে হয়।’
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন